কোচবিহার : কোচবিহারে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রীর রহস্যমৃত্যু। তৃতীয় বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। মৃত ওই ছাত্রীর বাড়ি দুর্গাপুরে। গতকাল রাতে হোস্টেলের ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন সহপাঠীরা।

আরও পড়ুন, অন্যের বাবাকে নিজের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম ! ভুয়ো ভোটারের অভিযোগ এবার ব্যারাকপুরে, তীব্র কটাক্ষ BJP-র

প্রসঙ্গত, রাজ্যের মাটিতে একের পর এক রহস্যমৃত্যুর ঘটনা উঠে আসছে। এর মধ্যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাঁরা হয় স্কুল পড়ুয়া, নয়তো কলেজ পড়ুয়া। অধিকাংশ ক্ষেত্রে হোস্টেলগুলির ভিতর থেকে অভিযোগ উঠে এসেছে অতীতে। কখনও র ্যাগিংয়ের অভিযোগ। কখনও আত্মহত্যা, কখনও আবার অপরাধমূলক কাজে প্ররোচনা দেওয়া থেকে শুরু করে ধর্ষণের ঘটনা কিছুই যায়নি বাদ। তবে কোচবিহারে ওই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ঠিক কী হয়েছিল ? নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে কীভাবে মৃত্যু, বা প্রকৃতই কী কারণ ছিল ?  তা কেবল ময়না তদন্তের পরেই সামনে আসবে।

অতীতে ছাত্রীর রহস্যমৃত্যুর সাক্ষী হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা। সেই ঘটনাটাও ঘটেছিল হোস্টেলের ভিতরেই। হস্টেলের শৌচাগার থেকে উদ্ধার হয়েছিল ঝুলন্ত দেহ। ওই আদিবাসী ছাত্রীর বাড়ি খড়গপুরে। নবম শ্রেণি থেকে পূর্ব মেদিনীপুরের আবাসিক স্কুলে পড়াশোনা করত ওই কিশোরী। বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী হস্টেলে থাকত।পরিবারের দাবি ছিল, সহপাঠী এবং সিনিয়দের অত্যাচারে এই সিদ্ধান্ত। সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভও দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা।

পরিবারের দাবি, সহপাঠী এবং সিনিয়দের অত্যাচারে এই সিদ্ধান্ত। সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভও দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। স্কুল কর্তৃপক্ষের দাবি, এ ব্যাপারে ছাত্রীর তরফে কোনও অভিযোগ করা হয়নি। আবাসিক স্কুলের হস্টেলে একাদশ শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছিল রহস্য।  হস্টেলের শৌচাগারে মিলেছিল ঝুলন্ত দেহ।সঠিক তদন্তের দাবিতে হস্টেলের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়রা। 

অপরদিকে, হোস্টেলে একাধিকবার নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এসেছে। বিশেষ করে যাদবপুর ও আরজিকর কাণ্ডের পর এখন খুবই সতর্ক কতৃপক্ষ। সাবধানীবাণী দেওয়া হয়েছে। এবং বিশ্ব বিদ্যালয়গুলিতে বসেছে বহু বিতর্কের পর সিসিটিভিও। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)