কোচবিহার: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকে তৃণমূলের অন্দরে বিবাদ চলছেই। এবার প্রাক্তন ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভানেত্রী ও সহ সভাপতির বিরুদ্ধে মিছিল করলেন তৃণমূল কর্মীদের (TMC Worker) একাংশ। ব্লক সভানেত্রীর নেতৃত্বে ওই মিছিল থেকে পুরনো নেতাদের বিরুদ্ধে দেওয়া হল স্লোগান। সম্প্রতি তুফানগঞ্জ ২ নম্বর ব্লকে তৃণমূলের ব্লক কমিটি গঠন করা হয়। ব্লক সভাপতি করা হয় সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া চৈতি বর্মন বড়ুয়াকে।

সম্প্রতি তুফানগঞ্জ ২ নম্বর ব্লকে তৃণমূলের ব্লক কমিটি গঠন করা হয়। ব্লক সভাপতি করা হয় সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া চৈতী বর্মন বড়ুয়াকে। দলের একাংশ নেতা-কর্মীর অভিযোগ, এর নেপথ্যে রয়েছে মোটা অঙ্কের টাকার লেনদেন। তুফানগঞ্জ (২) পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা স্বপন কুমার সাহার অভিযোগ ছিল, দলে পুরনোরা গুরুত্ব পাচ্ছে না। ২০২১ -র বিধানসভা ভোটে যাঁরা দলের হয়ে কাজ করেননি, তাঁদের গুরুত্ব দেওয়া হয়েছে কমিটিতে। অভিযোগ ছিল তাঁর। এই পরিস্থিতিতে গত শনিবার, শালবাড়িতে বৈঠক করে, ব্লক কমিটি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান তৃণমূলের নেতা-কর্মীদের একাংশ। যদিও তুফানগঞ্জ (২) ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বলেন চৈতী বর্মন বড়ুয়া তখনই জানিয়েছিলেন. এই বৈঠক পার্টি বিরোধী। তাঁর কথায়, 'রাজ্য আমাকে ব্লক সভাপতি করেছে। টাকা দিয়ে নয়, অনায্য দাবি। সবাইকে নিয়ে চলার চেষ্টা করছি। গ্রুপবাজি করছে ওরা।' পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের অন্দরের বিবাদ প্রকাশ্যে আসতেই কটাক্ষ করে বিজেপি। যদিও তৃণমূলের কোচবিহার জেলা সভাপতিকে ফোন করা হলে তিনি সে দিন কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।

আরও পড়ুন, 'আমাকে দেখে অনেকে মর্নিং ওয়াক করছেন', শুভেন্দুর কটাক্ষে পাল্টা দিলীপ

প্রসঙ্গত, কোচবিহারে (Coochbehar) তৃণমূলের বিবাদ অব্যাহত। প্রকাশ্য সভা থেকে দলেরই এক নেতাকে বহিষ্কারের হুমকি দিয়েছেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। পাল্টা বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতা আবু আল আজাদ। দুই নেতার দ্বন্দ্বের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তৃণমূল জেলা নেতৃত্বের। কোন্দলেই শেষ হবে তৃণমূল, কটাক্ষ করেছে বিজেপি। এখন দেখার দলীয় কোন্দল সামাল দিতে কী পদক্ষেপ নেয় তৃণমূল নেতৃত্ব। দলীয় নেতা ও প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান আবু আল আজাদকে বহিষ্কারের হুঁশিয়ারি। দলের নেতার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে বিতর্কে জড়ালেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারে প্রকাশ্যে তৃণমূলের অন্দরের বিবাদ। সূত্রের খবর, গত বিধানসভা ভোটে সিতাই থেকে জগদীশ বর্মা বাসুনিয়াকে প্রার্থী করা হলে প্রকাশ্যে বিরোধিতা করেন তৃণমূল নেতা আবু আল আজাদ। এবার ওই তৃণমূল নেতাকে দল থেকে বহিষ্কারের হুমকি দিলেন বিধায়ক।