শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আলুর বন্ড দেওয়া নিয়ে রণক্ষেত্র কোচবিহার (Cooch Behar)। আলুর বন্ডকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় কোচবিহার (Cooch Behar) ১ নম্বর ব্লকের দেওয়ানহাট এলাকা। পুলিশের সাথে খন্ড যুদ্ধ বাধে কৃষকদের (Clash)। এমনকি লাঠিচার্জ কাঁদানো গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাধ্য হয় পুলিশ। ঘটনায় আহত হয়েছেন বেশ কিছু চাষী (Farmer)। পাশাপাশি বেশ কিছু পুলিশ কর্মী নিয়োগ আহত হয়েছে বলে খবর।

  


প্রসঙ্গত, প্রেক্ষাপট আলাদা হলেও, বারবারই শিরোনামে আসে কোচবিহার। কখনও বিধানসভার ভোটে শীতলকুচিতে গুলিবর্ষণ, আবার কখনও দিনহাটায় ধুন্ধুমার, সবমিলিয়ে এই জেলায় কমবেশি উত্তপ্ত থাকে রাজনৈতিক পরিস্থিতি। সম্প্রতি পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল-বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, এই অশান্তির নেপথ্যে আছে একই এলাকা থেকে যুযুধান দুই শিবিরের দুই মন্ত্রীর দীর্ঘ দ্বন্দ্ব। গত ২৪ ডিসেম্বর বিএসএফের গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যুর প্রতিবাদে ১৯ ফেব্রুয়ারি দিনহাটার ভেটাগুড়িতে নিশীথের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। সেই মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি-মন্ত্রীকে হুঁশিয়ারি দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। উদয়নের হুঁশিয়ারির পাল্টা কোচবিহার শহরে মিছিল করে হুঙ্কার ছাড়ে বিজেপিও।


এরপর দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের মিছিল থেকে নিশীথকে নিশানা করে পাল্টা স্লোগান ওঠে! এর ২৪ ঘণ্টার মধ্যেই দিনহাটার বুড়িরহাটে সংঘর্ষ বাধে দু-পক্ষের মধ্যে! নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। তা নিয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছিল কোচবিহারের দিনহাটার বুড়িরহাট।  ঘটনায় সাংবাদিক সম্মেলন করে কার্যত বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলেন, 'তৃণমূলের দুষ্কৃতীরা পাথর-বোমা নিয়ে এসেছিল। কালো পতাকা দেখানোর নামে সন্ত্রাস করতে এসেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। পুলিশ চাইলে দুষ্কৃতীদের আটকাতে পারত। এভাবে চলতে থাকলে বাংলার মানুষ সন্ত্রস্ত হয়ে পড়বে।'


পুলিশের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেন নিশীথ প্রামাণিক। তিনি বলেন, 'গাড়ি লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে।' তাঁর আরও কটাক্ষ, 'ভাবতে হচ্ছে রাজ্যের পুলিশমন্ত্রী আসলে কে? একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে এভাবে বাধা দেওয়ার কারণ কী।' তৃণমূলকেও নিশানা করে তিনি বলেন, 'প্রাণে মেরে দেওয়ার কথা ভাবলে স্থান-কাল জানিয়ে দিক তৃণমূল।'


আরও পড়ুন, নিজের রিভলভারের গুলি চালিয়ে আত্মঘাতী ব্যবসায়ী !