শুভেন্দু ভট্টাচার্য,কোচবিহার: উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ বিভাজনের (Bengal Partition) রাজনীতির প্রতিবাদে (Protest) আজ কোচবিহার থেকে একুশে জুলাইয়ের সভা মঞ্চের উদ্দেশ্যে রওনা হলেন ১০ তৃণমূল কর্মী (TMC Mmeber)। সাইকেলে চেপে তারা কলকাতায় পৌঁছবেন। একুশে জুলাই এর কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ১০ জন তৃণমূল কংগ্রেস কর্মী। আজ তাঁদের যাত্রার সূচনা করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম রায় (TMC Leader Partha Pratrim Roy , Cooh Behar District) ।


আরও পড়ুন, চালু হবে মেট্রোর নয়া রুট, চাই প্রচুর রেক ! তাই এবার এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ


বাংলাভাগের ইস্যুতে বিতর্কে গেরুয়া শিবির


প্রসঙ্গত, বাংলাভাগের ইস্যুতে গত বছর থেকে কম জল ঘোলা হয়নি। উত্তরবঙ্গে একের পর এক বিজেপির শীর্ষ নের্তৃত্ব গিয়েছেন। সফর করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মূলত, পৃথক উত্তরবঙ্গের দাবিতে দিনের পর দিন গেরুয়াশিবিরের একাধিক নেতা এটা সাধারণ মানুষের দাবি বলে সরব হয়েছেন। যদিও একটুও ক্ষোভের আগুন নেভেনি। তবে সম্প্রতি রাজ্যে এসে দলীয় বৈঠকে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাফ জানিয়েছেন,পৃথক উত্তরবঙ্গের দাবি নিয়ে দলের বাইরে কেউ কথা বলবেন না। যদিও কার্শিয়াং-র বিজেপি বিধায়ক বিষ্ণুপদ শর্মার বক্তব্যের পরে ফের বিতর্ক উসকে যায়। তবে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি এই বিতর্কে জল ঢেলেছেন। দলের এমন কোনও লক্ষ্য নেই বলেই দাবি তাঁদের।


বঙ্গ বিভাজনের রাজনীতির প্রতিবাদ


এদিকে বাংলা ভাগ রুখতে জনসভা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার বাংলাভাগের রাজনীতির প্রতিবাদে এদিন কোচবিহার থেকে একুশে জুলাইয়ের সভা মঞ্চের উদ্দেশ্যে রওনা হল তৃণমূলের ১০ কর্মী। কলকাতায় পৌঁছে ২১ জুলাই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তৃণমূলের ওই ১০ কর্মী। রবিবার তাঁদের যাত্রার সূচনা করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম রায়। রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে আগামী ১৯ জুলাই কলকাতায় পৌঁছবে এই ১০ সাইকেল আরোহী তৃণমূল কংগ্রেস কর্মী।