অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : জোকা থেকে বিবাদীবাগ,  নিউগড়িয়া থেকে এয়ারপোর্ট । এই মেট্রো রুটের একটি অংশ যত দ্রুত সম্ভব, চালু করার চেষ্টা করছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। তাই প্রচুর রেকের প্রয়োজন অদূর ভবিষ্যতেই। এই অবস্থায়, তিন বছর ধরে পড়ে থাকার পর, চিনের ‘ডালিয়ান’ রেকের ট্রায়াল ফের শুরু হচ্ছে! 

কী এই ডালিয়ান রেক (Dalian rake) ? 


২০১৯ সালের, চৌঠা এপ্রিল, কলকাতায় আসে চিনের ডালিয়ান রেক। চিনের ডালিয়ান নামে একটি কোম্পানি এই রেক তৈরি করেছে। তাই নাম, ‘ডালিয়ান’ রেক। নিয়ম অনুযায়ী, ৩২ রকমের পরীক্ষার পর, কোনও রেককে ছাড়পত্র দেয় Research Designs and Standards Organisation বা RDSO।


চিনের ডালিয়ান রেক আসার পর, ছয় থেকে সাতটি পরীক্ষা হয়েছিল। তারপর, করোনা চলে আসায়, বন্ধ হয়ে যায় পরীক্ষা। তারপর, গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। চিনের সংস্থার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর, রেল বোর্ডের অনুমোদনে ফের তা বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে, ফের চিনের ডালিয়ান রেকের পরীক্ষা শুরু হচ্ছে। 


মেট্রো রেল সূত্রে খবর, একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হবে। তার মধ্যে রয়েছে,



  • মেট্রো রেকের দুলুনি পরীক্ষা।

  • ৯০ কিলোমিটার গতিতে মেট্রো রেকের দুলুনি পরীক্ষা করে দেখা হবে।

  • এর পাশাপাশি, পরীক্ষা করা হবে মেট্রো রেকের ভার বহনের ক্ষমতাও।

    ‘প্রটোটাইপ’ রেক যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে চিনের ডালিয়ান সংস্থার আরও ১৩টি রেক কেনা হবে।

    অন্যদিকে, সোমবার চালু হচ্ছে শিয়ালদা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের পরিষেবা। সূত্রের খবর, উদ্বোধন করবেন, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সূত্রের খবর, সোমবার শিয়ালদা মেট্রোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে, স্থানীয় সাংসদ ও তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে। কিন্তু, আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক। সোমবার শিয়ালদা মেট্রোর উদ্বোধনের দিন দুপুরে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার GTA’র শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা।