শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পুরভোটের আগে দিনহাটা (Dinhata) শহরে রেড ভলান্টিয়ারদের (Red Volunteers)বাড়ি বাড়ি গিয়ে কাজ বন্ধের জন্য হুমকি (Threat) দেওয়ার অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। রেড ভলান্টিয়ার্সের তরফে অভিযোগ, তাদের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে কাজ না করার জন্য হুমকি দিচ্ছেন দিনহাটা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সাবির সাহা রায়চৌধুরী। রেড ভলান্টিয়ার্সের তরফে এ নিয়ে দিনহাটা থানায় অভিযোগও দায়ের হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ খারিজ করা হয়েছে। অভিযুক্ত পুর প্রতিনিধির দাবি,  ভোটের আগে প্রচারের আলোয় আসতে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।


এখনও ঘোষণা হয়নি ভোটের দিন। তার আগেই এভাবে হুমকি-বিতর্কে উত্তেজনা ছড়াল কোচবিহারের দিনহাটা পুর এলাকায়।রেড ভলান্টিয়ারদের অভিযোগ,তাদের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন তৃণমূল পরিচালিত পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সাবির সাহা রায়চৌধুরী।


গোটা করোনাকালে মানুষের পাশে থেকেছেন রেড ভলান্টিয়াররা। এবারও তৃতীয় ঢেউ শুরু হতেই, ফের একই ভূমিকায় দেখা যাচ্ছে তাঁদের। সংগঠনের দাবি, তাদের কাজ বন্ধ করতেই হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা।


দিনহাটার রেড ভলান্টিয়ার্সের আহ্বায়ক শুভ্রালোক দাস  এই অভিযোগ করেছেন। যদিও এইসব অভিযোগ উড়িয়ে দিয়ে, রেড ভলান্টিয়ারদের দিকে পাল্টা তোপ দেগেছেন পুর প্রশাসকমণ্ডলীর সদস্য।


তৃণমূল নেতা ও দিনহাটা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সাবির সাহা রায়চৌধুরী বলেছেন, মিথ্যে অভিযোগ করা হয়েছে। ভোটের আগে প্রচারের আলোয় আসতে এ সব অভিযোগ করা হয়েছে।


এই ইস্যুতে অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন রেড ভলান্টিয়াররা।


মুমুর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থা করা।  করোনা আক্রান্তদের খাবারের ব্যবস্থা থেকে বাড়ি বাড়ি স্যানিটাইজেশন। করোনাভাইরাস সংক্রমণজনিত অতিমারী পরিস্থিতিতে রাজ্যের প্রতিটা জেলা... প্রতিটা প্রান্তে  আবির্ভাব ঘটেছে লাল স্বেচ্ছাসেবকদের।করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার মতো কাজও করেছেন রেড ভলান্টিয়াররা। পাল্স অক্সিমিটারে চেক  অক্সিজেনের মাত্রা পরীক্ষার পাশাপাশি, প্রয়োজন হলে অক্সিজেন লাগিয়ে দেওয়ার কাজও করে রেড ভলান্টিয়াররা।গোটা রাজ্য জুড়েই তৈরি হয়েছে রেড ভলান্টিয়ার্সদের চেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে মূলত বামপন্থী ছাত্র যুবদের উদ্যোগেই তৈরি হয়েছে রেড ভলান্টিয়ার্স বাহিনী।