শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে দুই বিধায়কের সহযোগিতায় ঘরে ফিরলেন কোচবিহারের (Cooch Behar) শীতলকুচির বিজেপি (BJP) নেতা। বিধানসভা ভোটের পর তৃণমূলের হামলার শিকার হয়ে ঘরছাড়া ছিলেন দলের প্রাক্তন বুথ সভাপতি, এমনই অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক। পুলিশের ভয়ে গ্রামছাড়া হয়েছিলেন, পাল্টা দাবি করেছে তৃণমূল- (TMC) নেতৃত্ব। 


২ বছর পর ভাঙা ঘরে ফেরা


কাঁদতে কাঁদতে প্রায় ২ বছর গ্রামে ফিরলেন বিজেপি নেতা বিপিন বর্মন। বাড়িঘর এখনও ভাঙা। তা দেখে কান্নায় ভেঙে পড়েন বিজেপি নেতা। কোচবিহারের শীতলকুচির নয়ারহাটের বাসিন্দা বিপিন বর্মন। বিজেপির প্রাক্তন বুথ সভাপতি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে (Assembly Election 2021) শীতলকুচিতে, বিজেপি প্রার্থীর কাউন্টিং এজেন্ট ছিলেন বিপিন।


অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর, তাঁকে তৃণমূলের হুমকির মুখে পড়তে হয়। ভেঙে দেওয়া হয় ঘরবাড়ি। এমনকি, তৃণমূলের দায়ের করা মামলায় মাস দুয়েক জেলও খাটতে হয়েছে। বিজেপি নেতার দাবি, এরপরই সপরিবারে রাজ্যছাড়া হন তিনি। শীতলকুচির ঘরছাড়া বিজেপি নেতা বিপিন বর্মন বলেছেন, 'জিনিসপত্র লুঠপাট করেছে। বিজেপি করার জন্য একলাখ টাকা জরিমানা করে। তারপর গ্রামছাড়া রাজ্যছাড়া হতে হয়। আমাকে হুমকি দেয় বলে বাড়ি আসলে আগের অবস্থা হবে ২ বছর বাড়ি আসতে পারিনি।' অবশেষে, রবিবার মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মন ও শীতলকুচির বিধায়ক বরেন বর্মনের সঙ্গে গ্রামে ফেরেন বিজেপির প্রাক্তন বুথ সভাপতি। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে গেরুয়া শিবির।


রাজনৈতিক চাপানউতোর


বিজেপি নেতাকে বাড়ি ফেরানোর পর শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মনের অভিযোগ, 'সুন্দর বাড়িঘর ছিল, সব ভেঙে তছনছ করে দিয়েছে। হিংসার রাজনীতির শিকার হতে হয়েছিল। এত নিচে নেমে রাজনীতি হয়েছে, লজ্জা হয়।' পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। মাথাভাঙা ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন বলেছেন, 'বিজেপির একজন গুন্ডা ও। বাড়িতে বোম-বন্দুকের কারখানা ছিল। পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁকে ঘরে ঢোকানোর জন্য এসেছেন বিধায়ক। পঞ্চায়েত ভোটের জন্য অশান্তি পাকানোর চেষ্টা বিজেপির।' পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতার ঘরে ফেরা নিয়ে শাসক-বিরোধী তরজায় তেতে উঠেছে শীতলকুচির মাটি।


রাজ্যের দুয়ারে পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ক্রমে বোমা, গুলি, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েই চলেছে। বিধানসভা ভোটের পরে যেভাবে ভোট পরবর্তী হিংসা ঘিরে রাজ্য উত্তপ্ত ছিল, তেমনটা ফের দেখা যাবে কি না, তা নিয়েই শঙ্কায় অনেকে। 


আরও পড়ুন- শিয়ালদা মেন লাইনে জারি যাত্রী দুর্ভোগ, চলবে আরও এক সপ্তাহ