অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : কল্যাণী (Kalyani Station) থেকে নৈহাটি স্টেশনের (Naihati Station) মধ্যে হচ্ছে থার্ড লাইন তৈরি (Third Line) ও স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থার (Autometic Signaling System) কাজ। কাজ এখনও শেষ না হওয়ায় শিয়ালদা মেন লাইনে পাওয়ার ব্লক চলবে ২০ তারিখ পর্যন্ত। যার জেরে বাতিল করা হয়েছে বেশ কয়েক জোড়া লোকাল ট্রেন (Local Train Cancellation)। যাত্রী দুর্ভোগ চলবে আরও এক সপ্তাহ।
কেন যাত্রী দুর্ভোগ ?
কল্যাণী থেকে নৈহাটি স্টেশনের মধ্যে তৈরি হচ্ছে তৃতীয় লাইন। কাজ হচ্ছে স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থার। ইতিমধ্যেই শেষ হয়েছে একাংশের কাজ। পূর্ব রেল সূত্রে খবর, বাকি কাজ শেষ করার জন্য শিয়ালদা মেন লাইনে পাওয়ার ব্লক থাকবে মঙ্গলবার থেকে ২০ তারিখ পর্যন্ত। সোমবার পর্যন্ত এই কাজের জন্য প্রতিদিন বাতিল করা হয়েছে ২৫ জোড়া ট্রেন। শুধু লোকাল ট্রেন নয়, কোপ পড়ে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেনেও। যার জেরে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
স্বস্তি- অস্বস্তি বার্তা
সোমবার পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে ২০ তারিখ পর্যন্ত শিয়ালদা মেন সেকশনের কল্যাণী স্টেশন পর্যন্ত চলাচলকারী ১৩ জোড়া ট্রেন বাতিল হবে। কল্যাণী পেরিয়ে যায় এমন লোকাল ট্রেন বাতিল হবে ৬ জোড়া করে। তবে ট্রেন লেট করার সমস্যা মঙ্গলবার থেকে আর থাকবে না বলে আশ্বাস দিয়েছে পূর্ব রেল (Eastern Railways)। মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার সময়ে কোনও ট্রেন যাতে বাতিল না হয় সেদিকে নজর রাখা হয়েছে।
মেরামতির কাজের জন্য এর আগে গত জানুয়ারি মাসে ১২ ঘণ্টা শিয়ালদা-নৈহাটি রুটে ট্রেন বন্ধ ছিল। সেই সময় নৈহাটি-শিয়ালদা শাখায় বাতিল করা হয় ১৪টি ট্রেনটি। এর জেরে আপ ও ডাউন মিলিয়ে শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-নৈহাটি, শিয়ালদা-ব্যারাকপুর লোকাল ও কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল বাতিল করা হয়।
দুরন্ত এক্সপ্রেসে বিভ্রান্তি: দু'দিন আগে 12245 হাওড়া ব্যাঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসে সকাল ১০.৫০ নাগাদ হাওড়া থেকে ছাড়ে। কিন্তু বেলা ১২ টা নাগাদ S3 কামরার কাছে গাড়ির চাকা ব্রেকে সমস্যা দেখা দেয়। যার ফলে দাঁড়িয়ে যায় ট্রে। সমস্যায় পড়তে হয় যাত্রীদের। S3 কামরাটি সরিয়ে অন্য নতুন কামরা নিয়ে আসা হয়। যে বগিতে যান্ত্রিক ত্রুটি রয়েছিল সেই বগিকে খুলে পাশের কম্পার্টমেন্টের রাখা হয়েছে। এই মুহূর্তে স্বাভাবিক হয়েছে চলাচল।
আরও পড়ুন- এসএসসি-র গ্রুপ সি নিয়োগে ভয়াবহ দুর্নীতি! ৩ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থীর তালিকা প্রকাশ