শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দিদিকে বলো-তে ফোন করে স্বপ্ন পূরণ হল বিজেপি নেতার। মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি মন্ডলের সহ সভাপতি দিদিকে বলোতে ফোন করে পেলেন আবাস যোজনার ঘর। তৃণমূলের দাবী, এতেই প্রমাণ হল মুখ্যমন্ত্রী দল দেখে রাজনীতি করেন না।
মাথাভাঙ্গার পচাগড় গ্রামের বাসিন্দা সুরেন্দ্র বর্মন বিজেপির ৪ নম্বর মন্ডল সভাপতি, কাঠের মিস্ত্রীর কাজ করেন, টিনের বাড়ি। কিন্তু আবাস যোজনার ঘরে তার নাম ছিল না। মাস ছ'য়েক আগে তিনি একটি ঘরের জন্য দিদিকে বলো নম্বরে ফোন করেন। তারপর দেখা যায় আবাস যোজনার তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। স্বাভাবিক ভাবেই খুশি তিনি। ইতিমধ্যে গ্রামপঞ্চায়েত থেকে সমীক্ষা করা হয়েছে। অবশেষে তিনি পেতে চলেছেন তার স্বপ্নের একটি ঘর।
তিনি বলেন “আমি ছয় মাস আগে দিদিকে বলতে ফোন করেছিলাম, সেখানে সমস্যার কথা জানাই এর পরেই দেখা গেল লিস্টে নাম এসেছে, আমি খুব খুশি”। তিনি আরও বলেন, 'আমি বিজেপির ৪ নম্বর মন্ডল সভাপতি, সেট বিষয় নয় এক জন সাধারণ মানুষ হিসেবেই এই আবেদন করেছিলাম।'।
স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য বিক্রম দত্ত বলেন “২০১৮ সালের সার্ভেতে অনেক ভুল হয়েছিল, ওনার নাম ছিলনা, দিদিকে বলোতে ফোন করে উনি ঘর পেয়েছেন , এতে আমরা খুশি, এই ঘটনাই প্রমাণ করল বর্তমান সরকার দল দেখে সরকারি সুবিধা দেন না।
আরও পড়ুন, বসেছে জলের পাইপ, পানীয় জল এখনও অধরা! কী বললেন মুখ্যমন্ত্রী?
এদিকে, আবাস যোজনায় দুর্নীতির জেরে প্রকৃত প্রাপকদের একাংশ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। মঙ্গলবার এরকমই এক বঞ্চিত হাজির হয়েছিলেন বিরোধী দলনেতার কাছে। তাঁকে আইনজীবী দিয়ে লড়াইয়ের সহযোগিতা করার আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সূত্রে ফের রাজ্যের একাংশ বিডিওর বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার বড় অভিযোগও এনেছেন বিরোধী দলনেতা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে