RBI Notification: বাজারে অচল ২ হাজার টাকার গোলাপি নোট। গত বছরেই কেন্দ্র সরকার বাতিল করেছে এই নোট (Rs 2000 Notes) এবং যে সমস্ত নাগরিকের কাছে এই নোট রয়েছে তা রিজার্ভ ব্যাঙ্কের কাছে জমা দেওয়ার নিদান দিয়েছিল কেন্দ্র সরকার। আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাঙ্কের (RBI Order) পক্ষ থেকে ভারতের সবথেকে বেশি মূল্যের এই নোট নিয়ে বড় তথ্য জানাল। আপনার কাছে কি এখনও আছে এই ২ হাজারের নোট ? কী জানাল RBI ?
আজ ৩ ডিসেম্বর রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে একটি বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে ২৯ নভেম্বর পর্যন্ত ৯৮.০৮ শতাংশ ২ হাজার টাকার নোট ফেরত এসেছে রিজার্ভ ব্যাঙ্কের ঘরে। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুসারে, ২০২৩ সালের ১৯ মে তারিখে দেশের বাজারে ২ হাজার টাকার নোট ছিল ৩.৫৬ লক্ষ কোটি টাকার, সেখানে ২০২৪ সালের ২৯ নভেম্বর ভারতের বাজারে নোট (Rs 2000 Notes) পড়ে রয়েছে ৬৮৩৯ কোটি টাকা মূল্যের।
এখনও এই ২ হাজার টাকার নোট বদলে নেওয়া যাবে, তবে আগে যেমন সমস্ত ব্যাঙ্কেই এই কাজ করা যাচ্ছিল, সেই সুবিধে আর মিলবে না। ২০২৩ সালের ৭ অক্টোবর পর্যন্ত দেশের সমস্ত ব্যাঙ্কে এই ২ হাজার টাকার নোট (Rs 2000 Notes) বদলে নেওয়া বা জমা দেওয়ার সুবিধে পাওয়া যাচ্ছিল। তবে এরপরে এই পরিষেবা বন্ধ করে কেন্দ্র। তারপর থেকে দেশের নির্বাচিত মোট ১৯টি রিজার্ভ ব্যাঙ্কের ইস্যু অফিসে গিয়েই এই ২ হাজারের নোট জমা করা বা বদলানো যাবে। ২০২৩ সালের অক্টোবর মাস থেকেই এই ইস্যু অফিসগুলিতে ২০০০ টাকার নোট জমা করা শুরু হয়। দেশের যে কোনো পোস্ট অফিসের মাধ্যমে ডাকযোগেও আপনি চাইলে এই ২০০০ টাকার নোট রিজার্ভ ব্যাঙ্কের ইস্যু অফিসে পাঠাতে পারেন।
এই ইস্যু অফিসগুলি রয়েছে আমেদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, জম্মু ও কাশ্মীর, কানপুর, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পাটনা, তিরুবন্তপুরম।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Gold Silver Rate: আজ সোনা কিনলে সাশ্রয় হবে ? রাজ্যে প্রতি গ্রাম সোনার দাম কত হল ?