শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহারে (Cooch Behar News) অঞ্চল সভাপতি নিয়ে তৃণমূলে (TMC) সংঘাত অব্যাহত। এ বার মাথাভাঙা (Mathabhanga) ২ নম্বর ব্লকের ফুলবাড়ি, রুইডাঙার পর বড় শৌলমারি অঞ্চলে নতুন তৃণমূল সভাপতিকে অপসারণের দাবিতে অঞ্চল কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল করলেন তৃণমূল কর্মীদের একাংশ। দল নির্বাচিত করেছে, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, প্রতিক্রিয়া নতুন অঞ্চল সভাপতির।
অঞ্চল কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল করলেন তৃণমূল কর্মীদের একাংশ
পাশাপাশি, রুইডাঙা অঞ্চলেও ফের নতুন তৃণমূল অঞ্চল সভাপতিকে অপসারণের দাবিতে অঞ্চল চেয়ারম্যানের নেতৃত্বে মিছিল করে তৃণমূলের একাংশ। বিজেপির কটাক্ষ, নেতা হলে গরুপাচার, কয়লাপাচারে টাকা মিলবে। তাই দলীয় পদ পাওয়ার জন্য শাসকদলে কোন্দল। এ দিকে, পঞ্চায়েত ভোটের আগে দলে রদবদল নিয়ে কোন্দল প্রকাশ্যে আসায় মুখে কুলুপ এঁটেছে তৃণমূল।
বেশ কিছু দিন ধরেই কোচবিহারে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের খবর উঠে আসছে। পঞ্চায়েত নির্বাচনের আগে সম্প্রতি কোচবিহারে দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন একাধিক তৃণমূল নেতা। তুফানগঞ্জের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতে দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগের কথা জানান যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব দাস, তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি সৌমিত্র কর্মকার-সহ বেশ কয়েকজন।
পদত্যাগী সঞ্জীব বলেন, "তৃণমূল কংগ্রেসের অঞ্চল লেভেলের ওপরে, যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আমাদের, তাঁদের নিজেদের মধ্যে যে মতানৈক্য, এর ফলে, আমাদের কাজ করতে খুব অসুবিধা হচ্ছিল। ... পদ নিয়ে যখন টালমাটাল পরিস্থিতি, সেই পদ থেকেই ইস্তফা দিলাম।"
আরও পড়ুন: Coal Scam Case: কয়লাপাচারে নাম জড়াল কলকাতা পুলিশের এসিপি-র, দিল্লিতে তলব করল ইডি
অঞ্চল সভাপতি নিয়ে তৃণমূলে সংঘাত অব্যাহত
বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের অভিযোগ, নেতৃত্বের কোন্দলের প্রভাব পড়ছে বুথ স্তরে। কাজ করতে সমস্যা হচ্ছে বলেই পদত্যাগ। গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব। কোন্দলেই শেষ হবে শাসকদল, পাল্টা কটাক্ষ ছুড়ে দেয় বিজেপি।
আবার, একদিন আগেই শীতলকুচিতে তৃণমূলের পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চলে। তাতে আহত হন বেশ কয়েক জন। ঘটনায় একে অন্যের দিকে আঙুল তুললেন দলেরই দুই নেতা ও কর্মী। যার ফলে গোষ্ঠীদ্বন্দ্ব বলে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। কড়া পদক্ষেপের আশ্বাস দেন জেলা তৃণমূল নেতৃত্ব। তবে তার পরও যে সপরাহা হয়নি, ফের তার প্রমাণ মিলল।