শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক (BJP MLA ) সুমন কাঞ্জিলাল  দল ছাড়ার পরে, বিজেপির বিধায়ক সংখ্য়া কমে দাঁড়িয়েছে ৬৯-তে। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রাক্কালে যে দলবদলের পর রাজ্য রাজনীতিতে কার্যত জল্পনার বহর। একাধিক সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যে 'দরজা' খুলে দেওয়ার দাবি করেছিলেন, তাহলে কি শেষমেশ দলবদলের সেই দরজা খুলেই দিল ঘাসফুল শিবির ? জল্পনার বহর যখন জোরাল, তখনই নতুন হুঙ্কার তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের (Rabindra Nath Ghosh)। কোচবিহারের তৃণমূল নেতার দাবি, 'লাইনে রয়েছেন বিজেপির ৩ বিধায়ক।'  পাশাপাশি বিজেপিতে ভাঙান প্রসঙ্গে তাঁর হুঁঙ্কার 'ফাঁকা হয়ে যাবে'।


রবীন্দ্রনাথ ঘোষের হুঙ্কার


'লাইনে আছেন কোচবিহারের ৩ বিধায়ক, খাঁচা ফাঁকা হয়ে যাবে' কোচবিহার (Cooch Behar) বিজেপিতে ভাঙনের হুঙ্কার রবীন্দ্রনাথ ঘোষের। এক কদম এগিয়ে তিনি জুড়েছেন, 'বিধায়ক ছাড়া অন্য কাউকে নিয়ে কী করব, ৩জন বিধায়ক আছে। ২০২৪ আসতে আসতেই খাঁচা থেকে পাখি পালিয়ে যাবে', আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কের তৃণমূলে যোগের পরে প্রাক্তন মন্ত্রীর হুঙ্কার ।


লাইনে ১৩ জন !


সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরই তৃণমূলের পক্ষে দাবি করা হচ্ছিল, দল বদলের লাইনে রয়েছেন ১৩ জন বিজেপি বিধায়ক। তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ট্যাগ করে ট্যুইটারে লিখেছেন, ক্যামাক স্ট্রিটের দরজায় অপেক্ষায় আছেন আরও ১৩ জন ! যে জল্পনা উসকে দিয়েছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষও। তাঁর মুখেও শোনা গিয়েছে ১৩ জনের প্রসঙ্গ। যার পরই প্রশ্ন জোরালো হয়েছে, বিরোধী দলনেতার মর্যাদা টিকবে তো বিজেপির ?


তৃণমূলের যে দাবি অবশ্য উড়িয়ে দিয়েছে বিজেপি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, 'ভিতরে বিজেপি, বাইরে বলবে সরকারের সঙ্গে আছি'
বিধানসভায় ৭৫জনই বিধায়ক বিজেপিতেই, দাবি শুভেন্দুর। কুণালের ১৩জন বিধায়ক বিজেপি ছাড়ার অপেক্ষার দাবি খারিজ।


সম্প্রতি খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) তৃণমূলে যোগদানের জল্পনা নিয়ে, শোরগোল পড়ে গেছিল রাজ্য রাজনীতিতে। তাতে অন্য় মাত্রা যোগ করেছিল এই ভাইরাল ছবি। যেখানে পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে দেখা গেছিল বিজেপি বিধায়ক হিরণকে। যদিও ছবিটি বিকৃত বলে পরে দাবি করেন হিরণ। যদিও তা নিয়ে তাঁকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল শিবির।


আরও পড়ুন- অভিষেকের 'দরজা'য় অপেক্ষায় ১৩ বিজেপি বিধায়ক ! তৃণমূলের নয়া দাবিতে শোরগোল, চর্চা শুরু, কারা ?