শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় অভিযুক্ত বিজেপি বিধায়ক (BJP MLA)। সেই তথ্য গোপন করেছেন নির্বাচনী হলফনামায়। কোচবিহার উত্তরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ তুলে এবার নির্বাচন কমিশনে (Election Commision) যাওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (North Bengal Development Misnister Udayan Guha)। পাল্টা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক। 


কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক ব্যাঙ্ক ডাকাতিতে অভিযুক্ত ! বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের বিধায়ক উদয়ন গুহ। কোর্ট পেপার সামনে এনেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দাবি করেছেন, ১৯৯৫ সালে দিনহাটার (Dinhata) সাহেবগঞ্জে একটি ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় অভিযুক্ত ছিলেন সুকুমার রায় (BJP MLA Sukumar Ray)। গত বিধানসভা নির্বাচনের (Assembly Election) হলফনামায় (Election Affidavit) তিনি এই তথ্য গোপন করেছিলেন। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ (Udayan Guha)। তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ-র অভিযোগ, 'ওরা বলে তৃণমূলের সবাই চোর আর বিজেপির সব ডাকাত'।


ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় অভিযুক্ত হিসেবে যে তাঁর নাম রয়েছে, তা স্বীকার করেছেন বিজেপি বিধায়কও। কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায় বলেছেন, 'বাম আমলে ওরম অভিযোগ দেওয়া হত। ওটা ৯৫ সালের ঘটনা ফাইনাল রিপোর্ট হয়ে গেছে, ওই তথ্য দেওয়ার দরকার পড়ে না'। বিধানসভা ভোটের নির্বাচনী হলফনামায় বিজেপি প্রার্থীর তথ্য গোপনের অভিযোগ ঘিরে পঞ্চায়েত ভোটের আগে সরগরম হয়ে উঠেছে কোচবিহার। 


এমনিতেই পঞ্চায়েত ভোটের আগে হুমকি-হুঁশিয়ারিতে উত্তপ্ত কোচবিহার (Coochbehar)। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায়, পুলিশকে হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতিকে পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল। এর আগে একাধিকবার উদয়ন গুহ-র বিভিন্ন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা।


কোচবিহারে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে যুবকের মৃত্যুতে নতুন করে তেতে উঠেছে বঙ্গ রাজনীতি (Cooch Behar News)। তৃণমূলের (TMC) শাসনে বিএসফ-কে (BSF Firnig) রাজনৈতিক স্বার্থে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ শাসকদলের। তাতে ফের কাঠগড়ায় ওঠে বিএসএফ-এর ভূমিকা। এই প্রথম নয়,  এই এক বছরে, এই নিয়ে শুধুমাত্র কোচবিহারেই বিএসএফ-এর পাঁচটি গুলি চালানোর ঘটনা এবং তাতে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। আর যা নিয়ে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে বেশ তপ্ত কোচবিহার জেলার রাজনীতি।


আরও পড়ুন- একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসকদল, প্রভাব সাগরদিঘির ভোটে ?