শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারে (Cooch Behar) যাঁরা চাকরি দেওয়ার নামে টাকা তুলেছেন, তাঁদের মধ্যে অন্যতম কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের (Nisith Pramanick) নাম না করে অভিযোগ তৃণমূল বিধায়ক উদয়ন গুহর (Udayan Guha)। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। তবে এ নিয়ে নিশীথ প্রামাণিকের প্রতিক্রিয়া মেলেনি।
ফের উদয়ন গুহর নিশানায় নিশীথ প্রামাণিক। এবারের উপলক্ষ, স্কুলে নিয়োগ দুর্নীতি বিরোধী বিজেপির কর্মসূচি। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে শনিবার কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকায় মিছিল করে বিজেপি (BJP)। শুক্রবারই সোশাল মিডিয়ায় বিজেপি জানায়, কর্মসূচিতে উপস্থিত থাকবেন কোচবিহারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিকের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলে শুক্রবারই সোশাল মিডিয়ায় কটাক্ষ করেন দিনহাটার তৃণমূল (TMC) বিধায়ক উদয়ন গুহ।
শনিবার বিকেলে বিজেপির মিছিল হলেও উপস্থিত ছিলেন না নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিকের নাম না করে উদয়ন গুহর অভিযোগ, কোচবিহারে যাঁরা চাকরি দেওয়ার নামে টাকা তুলেছেন, তাঁদের মধ্যে অন্যতম কেন্দ্রীয় মন্ত্রী। উদয়ন গুহ বলেছেন, 'যিনি চোর ধরতে রাস্তায় নামবেন, তিনি নিজেই আলিপুরদুয়ারে সোনার দোকানে লুঠের মামলায় ৪২ দিন জেল খেটেছেন। কোচবিহারে যারা চাকরি দেওয়ার নামে টাকা তুলেছে, তাদের মধ্যে অন্যতম কেন্দ্রীয় মন্ত্রী। ইডির যদি ক্ষমতা থাকে তাহলে ওই কেন্দ্রীয় মন্ত্রীকে এই কেসের সঙ্গে যুক্ত করে তদন্ত করা হোক'। যার পাল্টা কোচবিহারের বিজেপির জেলা সম্পাদক উত্পল দাস বলেছেন, 'উদয়ন প্রচার পাওয়ার জন্য এ সব লেখেন বা বলেন। উনি তো নিজে সন্ত্রাসের নায়ক। ওঁর নেতৃত্বে ভোট পরবর্তী হিংসা হয়েছে। ওঁর কথার কী জবাব দেব।'
পাশাপাশি বিজেপির মিছিলে নিশীথ প্রামাণিকের অনুপস্থিতি নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। কোচবিহার তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেছেন, 'যে ডাকাতিতে অভিযুক্ত সে চোর ধরতে পথে নামবে? বিজেপির মিছিল ফ্লপ, যে ডাকাত সে নাকি চোর ধরতে পথে নামবে। আসলে চোর ধরো কর্মসূচির নামে ডাকাতিতে অভিযুক্তর নেতৃত্বে মিছিল হলে তা মানুষকে প্রতারিত করা হত। যার নেতৃত্ব মিছিল হওয়ার কথা ছিল, তাই সে আসেনি।' পাল্টা কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক ও জেলা সভাপতি সুকুমার রায় বলেছেন, 'প্রমাণ করুক অভিযোগের। আজ কোচবিহার দক্ষিণ বিধানসভার কর্মসূচি ছিল। পরে জেলার কর্মসূচি হলে উনি আসবেন।'
তৃণমূলের এই অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়ার জন্য তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নিশীথ প্রামাণিক ফোন ধরেননি। জবাব দেননি মেসেজেরও।