শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে (Cooch Behar) ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। অপহরণকাণ্ডে বিজেপি নেতার (BJP Leader) গাড়ি ব্যবহার করার অভিযোগে ফেসবুকে সরব উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। এই নিয়ে কোতোয়ালি থানায় ডেপুটেশনও জমা দেয় শাসকদলের যুব সংগঠন। গোটাটাই চক্রান্ত বলে দাবি করেছেন বিজেপি নেতা। 


ব্যবসায়ী অপহরণের অভিযোগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) ফেসবুক পোস্টে বিতর্ক। অপহরণকারীরা দিনহাটার বিজেপি নেতা অজয় রায়ের গাড়ি ব্যবহার করেছিল বলে অভিযোগ করেন মন্ত্রী। আর এই বিতর্কের নেপথ্যে রয়েছে কোচবিহারের ব্যবসায়ী রাহুল সেনের থানায় জমা দেওয়া অভিযোগপত্র। 


অভিযোগে কী  বলা হয়েছে? শনিবার রাতে গুঞ্জবাড়ি এলাকা থেকে তাঁকে জোর করে গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে কয়েকজন। স্থানীয়রা চলে এলে, তারা পালানোর চেষ্টা করে। অভিযোগপত্রে একটি গাড়ির নম্বর উল্লেখ করা হয়। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ২ জন ব্যবসায়ী ও একজন গাড়ি চালক।  র কয়েকঘণ্টা পরেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর পোস্ট ঘিরে তৈরি হয় নতুন বিতর্ক। 


মন্ত্রী অভিযোগ করেন, ব্যবসায়ীর অভিযোগপত্রে যে গাড়ির উল্লেখ রয়েছে, সেটি দিনহাটার বিজেপি নেতার অজয় রায়ের। এই ঘটনায় বিজেপি নেতার নিরাপত্তার দায়িত্বে থাকা CISF জওয়ানদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন দিনহাটার তৃণমূল বিধায়ক। 


উদয়ন গুহর কথায়, সিআইএসএফের কাজটা কী...ডাকাতিকে প্রোটেক্ট করা...উচ্চস্তরে তদন্ত হওয়া দরকার...জানি না পুলিশ কী করছে...হালকাভাবে নিলে হবে না। এই ঘটনায় সুর চড়িয়েছে তৃণমূল। মঙ্গলবার কোচবিহার কোতোয়ালি থানায় ডেপুটেশন জমা দেন যুব তৃণমূল নেতারা।  কোচবিহারের যুব তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি রাকেশ চৌধুরীর কথায়, গুঞ্জবাড়ির যে কিডন্য়াপিংয়ের ঘটনা...খোঁজ নিয়েছি যে গাড়িটা পালিয়েছে সেটা অজয় রায়ের।  এই পাল্টা চক্রান্তের অভিযোগ তুলেছে বিজেপি। 


দিনহাটার বিজেপির শহর মণ্ডল সভাপতি অজয় রায়ের কথায়, আমার গাড়ির নম্বর চক্রান্ত করে দেওয়া হয়েছে...কালিয়াগঞ্জে তৎপরতা নেই...আমার ক্ষেত্রে তৎপর...যারা অ্যারেস্ট হয়েছে তারা বড় ব্যবসায়ী...টাকা নিয়ে ঝগড়া তৃণমূল টাকাটা পাইয়ে দিক। ব্যবসায়ীকে ‘অপহরণের চেষ্টা’, কী বলছে পুলিশ? 


কোচবিহার পুলিশ সুপার সুমিত কুমারের কথায়, 'অ্যাকিউজড পার্টি ভিক্টিম পার্টি বলছে টাকা লেনদেনের ব্যাপার রয়েছে'। পুলিশ ব্যবসায়িক শত্রুতা বলে অনুমান করলেও, ব্যবসায়ী অপহরণের অভিযোগ নিয়ে কোচবিহারে রাজনৈতিক তরজা চলছেই।


আরও পড়ুন: Malda News: মালদা চাঁচল স্টেডিয়ামের মাটিতে পড়ে 'তৃণমূলে নবজোয়ারে'র গোপন ব্যালট, তুমুল তরজা শুরু