শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে (Cooach Behar) অসাবধানতার বলি। বাসন্তী পুজোর মেলা চলাকালীন ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ৩ জনের। গতকাল রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিনহাটার হোকদাহ গ্রামে। স্থানীয় সূত্রে খবর, রেললাইনের ধারে বসেছিলেন তিনজন। সেইসময়ে শিলিগুড়ি থেকে বামনহাটগামী প্যাসেঞ্জার ট্রেনে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়। 


স্থানীয় সূত্রে জানা গেছে, রেল লাইনের পাশে মেলা চলছিল। সেই সময় স্থানীয় বাসিন্দা রঞ্জিত বিশ্বাস, কমলেশ বর্মন ও দয়াল বর্মন রেললাইনের ধারে বসে ছিলেন। রেললাইনে তারা বসে থাকার সময় হঠাৎই লাইনে এসে পড়ে একটি প্যাসেঞ্জার ট্রেন। স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে উঠে সরে যাওয়ার আগেই ট্রেনের ধাক্কা খান তাঁরা। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। মর্মান্তিক যে দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর জেরে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।                                       


আরও পড়ুন- পার্টি অফিস থেকে বেরোতেই বুকে বিঁধল গুলি, ভরদুপুরে চোপড়ায় খুন তৃণমূলকর্মী


প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছিল হাওড়াতে। উলুবেড়িয়া স্টেশনের কাছে ডোমপাড়ায় পয়সা নিয়ে খেলার সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। মিডল লাইনে খেলার সময় দুর্ঘটনা। হঠাৎ লোকাল ট্রেন চলে আসার জেরে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তিনজনের। ঠিক তার পরের মাসেই হাওড়াতে সেলফি তুলতে গিয়ে ফের বিপত্তি, ট্রেনের ধাক্কায় ২ কিশোরের মৃত্যু হয়েছিল। রেল লাইনের পাশে দাঁড়িয়ে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কা খান তারা। কুলগাছিয়া-বাগনান স্টেশনের মাঝে ট্রেনের ধাক্কায় ২ কিশোরের মৃত্যু হয়। ট্রেনের ধাক্কায় নিহতদের একজন সপ্তম শ্রেণির ছাত্র, আরেক মাধ্যমিক উত্তীর্ণ। আপ পাঁশকুড়া লোকালের ধাক্কায় ২ কিশোরের মৃত্যু।


পুলিশ সূত্রে জানা যায়, দুই কিশোর বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মহিষরেখা ব্রীজের কাছে  এসে রেললাইনের পাশে বসেছিল। রাত ৮টা নাগাদ দুই কিশোর রেললাইনের পাশে দাঁড়িয়ে ছবি তোলার সময় আপ পাঁশকুড়া লোকাল তাদের ধাক্কা মারে।                 


ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়। পরে বাগনান ও উলুবেড়িয়া জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। জিআরপি আধিকারিকের মতে খুব সম্ভবত  ট্রেন আসার বিষয়টি দুই কিশোর বুঝতে না পারায় এই দূর্ঘটনা।