শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ‘বিকশিত ভারত’ রথযাত্রায় কোচবিহারে (Coochbehar) ফের বাধার মুখে পড়ল বিজেপি (BJP)। পুণ্ডিবাড়িতে তৃণমূল পার্টি অফিসের (TMC Party Oddice) সামনে ধুন্ধুমার। একে অন্যের দিকে বাঁশ নিয়ে তেড়ে গেলেন দু’দলের কর্মীরা। এই ঘটনায় জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি, পুণ্ডিবাড়ি থানার সামনে বিক্ষোভ দেখাল গেরুয়া শিবির। বিজেপির উচিত, কেন্দ্রের কাছ থেকে রাজ্যের পাওনা টাকা আদায় করা, কটাক্ষ করেছে তৃণমূল।                                                                    


বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, জাতীয় সড়ক অবরোধ বিজেপির (BJP)। থানার সামনে বিক্ষোভ গেরুয়া শিবিরের। মিছিল, স্লোগান-পাল্টা স্লোগান। বাঁশ নিয়ে একে অন্যের দিকে তেড়ে যাওয়া। কোচবিহারের পুণ্ডিবাড়িতে বিজেপির ‘বিকশিত ভারত’ রথযাত্রা ঘিরে বুধবার তুলকালাম বাধল। পুলিশের অনুমতি না থাকায়, পুণ্ডিবাড়ি থানায় রাখা ছিল রথ। প্রতিবাদে কোচবিহার উত্তরের বিধায়ক ও জেলা সভাপতি সুকুমার রায়ের নেতৃত্বে পুণ্ডিবাড়ি বাজার থেকে থানার উদ্দেশে মিছিল শুরু করেন বিজেপি নেতা, কর্মীরা। 


মিছিল তৃণমূল পার্টি অফিসের (TMC Party Office) সামনে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। বাঁশ উঁচিয়ে একে অন্যকে শাসাতে শুরু করেন তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) কর্মীরা। স্লোগান-পাল্টা স্লোগানে পারদ চড়তে শুরু করে। পুণ্ডিবাড়ি থানার পুলিশ গিয়ে দু’পক্ষকে সরিয়ে দেয়। গন্ডগোলের জেরে ১৭ নম্বর জাতীয় সড়কে পুণ্ডিবাড়ি মোড় অবরোধ করেন বিজেপি নেতা, কর্মীরা। 


এর পর পুণ্ডিবাড়ি থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। এর আগে সোমবার কোচবিহার শহরে তৃণমূলের নেতা, কর্মীদের বিক্ষোভের জেরে আটকে যায় বিজেপির ‘বিকশিত ভারত’ রথযাত্রা। কেন্দ্রীয় প্রকল্পের প্রচার কর্মসূচি ‘বিকশিত ভারত’-কে হাতিয়ার করে লোকসভা ভোটের আগে ঘুঁটি সাজাতে চাইছে বিজেপি। কিন্তু, কোচবিহারে বারবার বাধার মুখে পড়ছে গেরুয়া ব্রিগেড।                  


আরও পড়ুন: Parliament Security Breach: বড়বাজারে ঘুপচি ঘরে ভাড়া! কী করতেন ললিত ঝা? খোলসা পড়শিদের