শুভেন্দু ভট্টাচার্য, সিতাই: উত্তরপাড়ার (Uttarpara)পর সিতাই (Sitai)। একাধিক দাবি-দাওয়া নিয়ে SFI সিতাই আঞ্চলিক কমিটির উদ্যোগে বিডিও অফিসে (Sitai BDO Office) ডেপুটেশন জমা দিল পড়ুয়ারা। এদিন বিডিও অফিসের সামনে দফায় দফায় অবস্থান বিক্ষোভ দেখান তাঁরা। 


সিতাইয়ে (Sitai) ঘোষিত কলেজে অবিলম্বে পঠন-পাঠন চালু, গণপরিবনে সমস্ত ছাত্রদের হাফ ভাড়া, স্কুলছুট ছাত্রদের তালিকা করে তাঁদের স্কুলে ফেরানো-সহ একাধিক দাবি নিয়ে এদিন ভিডিওকে স্মারকলিপি দেয় এসএফআই সদস্যরা। 


উপস্থিত ছিলেন জেলা সম্পাদক প্রণয় কার্জি, সভাপতি কৌশিক ঘোষ, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দিনবন্ধু বর্মন, টুটুল সরকার, সৌভিক দে, সাব্বির রহমান-সহ অন্যন্য জেলা নেতৃত্বরা । 


পশ্চিম বর্ধমান জেলা-সহ দুর্গাপুরের (Durgapur) বিভিন্ন এলাকায় জাতীয় সড়কের বেহাল দশা। বিভিন্ন জায়গায় রাস্তায় বড় বড় গর্ত হয়ে রয়েছে। যার কারণে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। শুক্রবার সকালে জাতীয় সড়ক এবং সমস্ত সার্ভিস রোড সংস্কারের দাবি নিয়ে পথে নামে বাম কর্মীরা (CPM)। এদিন দুর্গাপুরের বিধাননগর (Durgapur Bidhannagar) সংলগ্ন জাতীয় সড়কের (National Highway) দফতরের সামনে ক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকরা। 


উল্লেখ্য, এই একইদিন বিক্ষোভে শতাধিক বাম কর্মী সমর্থক সহ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে সিপিআইএম-এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার জানিয়েছেন, জাতীয় সড়ক এবং তার সার্ভিস রোড আন্ডার পাশগুলি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। একদিকে যেমন নিত্যদিন ঘটছে দুর্ঘটনা তার সঙ্গে দুর্গাপুর শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। 


পাশাপাশি তিনি এও জানান, এর ফলে রাস্তা দিয়ে যাওয়া যানবাহনের আয়ু কমে যাচ্ছে। তাই দুর্গাপুর বাঁচানোর পাশাপাশি দুর্গাপুরের মানুষদেরও বাঁচাতে হবে। সেই কারণেই আজ তারা জাতীয় সড়কের দফতরের সামনে এসে বিক্ষোভ দেখান বলে জানিয়েছেন। বিক্ষোভ শেষে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে একগুচ্ছ দাবি নিয়ে স্মারকলিপি জমা দেন সিপিআইএম নেতৃত্ব।