কোচবিহার: দিনহাটার সাহেবগঞ্জে চাষের জমি থেকে উদ্ধার হল বিশাল আকারের কৌটো বোমা । আজ সকালে পশ্চিম বাকালিরছড়া এলাকায় চাষের জমিতে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। পরে সাহেবগঞ্জ থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে । এভাবে চাষের জমিতে বোমা পড়ে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । 


ফের একবার স্কুলের দুয়ারে বোমা । অশোকনগরের ঘটনা নতুন নয় । এর আগেও বিভিন্ন জায়গায় শিক্ষাঙ্গন বা তার আশেপাশের এলাকা থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে । 
গতবছরের ১৭ সেপ্টেম্বর, উত্তর ২৪ পরগনার টিটাগড়ে ফ্রি ইন্ডিয়া স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ হয়। নভেম্বরে, হুগলির ব্যান্ডেলে স্কুলের সামনের মাঠ থেকে ৩টি
তাজা বোমা উদ্ধার হয়। এ বছরের জানুয়ারিতে কোচবিহারের পানিশালায় প্রাথমিক স্কুলে যুব তৃণমূলের বৈঠক চলাকালীন বোমাবাজির ঘটনা ঘটে। ফেব্রুয়ারিতে, বীরভূমের মাড়গ্রামে স্কুলের পাঁচিলের ধারে মেলে বোমা ভর্তি ঝোলা। গত শুক্রবার, মুর্শিদাবাদের হাসানপুরের স্কুলের ছাদ ও বাগান থেকে ২টি সকেট বোমা উদ্ধার হয়। 


স্কুলের সামনেই বারুদের স্তূপ । কয়েক ফুট দূরত্বে এভাবেই বোমা ভর্তি ২টি প্লাস্টিকের ব্যাগ পড়েছিল। হোলির সকালে উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে দুই ব্যাগ ভর্তি বোমা মেলে। জনবহুল এলাকায় ঘরের দুয়ারে বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা । 


স্কুলের দোরগোড়ায় এভাবে বোমা ভর্তি ব্যাগ পড়ে থাকার ঘটনা আগে কখনও ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি । দুষ্কৃতীরা বাইরে থেকে এসেছিল বলে দায় এড়িয়েছে শাসকদল ।  অশোকনগরের ঘটনা প্রথম নয়, এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুল বা তার আশেপাশের এলাকা থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে ।



গত বছরের ১৭ সেপ্টেম্বর, উত্তর ২৪ পরগনার টিটাগড়ে ফ্রি ইন্ডিয়া স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ হয় । এর পর ২১ নভেম্বর, হুগলির ব্যান্ডেলে স্কুলের সামনের মাঠে মেলে ৩টি তাজা বোমা। চলতি বছরের ১২ জানুয়ারি, কোচবিহারের পানিশালায় প্রাথমিক স্কুলে যুব তৃণমূলের বৈঠক চলাকালীন বোমাবাজির ঘটনা ঘটে । ২৫ ফেব্রুয়ারি, বীরভূমের মাড়গ্রামে স্কুলের পাঁচিলের ধারে মেলে বোমা ভর্তি ঝোলা । ৩ মার্চ, মুর্শিদাবাদের হাসানপুরে স্কুলের ছাদ ও বাগান থেকে ২টি সকেট বোমা উদ্ধার হয় । এবার অশোকনগরে স্কুলের সামনে বোমা উদ্ধার হল ।