শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: উপনির্বাচনের আগে দিনহাটায় গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন। তৃণমূলে যোগ দিলেন, বিজেপির কোচবিহার জেলা সম্পাদক ও দিনহাটার সংযোজক। যদিও এতে দলের কোনও ক্ষতি হবে না বলে দাবি বিজেপির।আর দুসপ্তাহও বাকি নেই। ৩০ শে অক্টোবর খড়দা, শান্তিপুর, গোসাবার সঙ্গেই কোচবিহারের দিনহাটায় হবে উপনির্বাচন।
তার আগে, উত্তরবঙ্গের এই বিধানসভা কেন্দ্রে বিজেপিতে ভাঙন অব্যাহত। শনিবারের পর, রবিবারও, দিনহাটায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক।
এদিন, গেরুয়াশিবির ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন, কোচবিহারের বিজেপি সম্পাদক সুদেব কর্মকার ও সুদেব কর্মকার, দিনহাটা কেন্দ্রের বিজেপির সংযোজক কল্যাণ সরকার, কল্যাণ সরকার।
আর নতুন দলে যোগ দিয়েই, পুরনো দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন দলত্যাগী বিজেপি নেতা। সুদেব কর্মকার বলেছেন, দলের সাংসদ এবং জেলা সভাপতি বিজেপিকে কোমায় পাঠিয়ে দিয়েছে। দিনহাটায় অগনতান্ত্রিকভাবে প্রার্থী ঠিক করা হয়েছে। সাংসদ কর্মীদের ফোন ধরেন না, কথা বলেন না।
এদিন, বিজেপির হাত ছেড়েছেন আরও তিনশো বিজেপি নেতা-কর্মী। রবিবার, দিনহাটায় তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন, মন্ত্রী তথা তৃণমূলের জেলা সহ সভাপতি পরেশচন্দ্র অধিকারী। ছিলেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ-ও।
উদয়ন গুহ বলেছেন, এটা এক ধরনের বদলা, ওরা পার্টি অফিস ভেঙেছিল।আমরা বিজেপিকে দিনহাটায় শেষ করে দিলাম।
কোচবিহার বিজেপির সভানেত্রী তথা বিধায়ক মালতী রাভা রায় বলেছেন, এতে দলের কোনও ক্ষতি হবে না।
২০১৯-এর লোকসভা ভোটের ফলের নিরিখে, দিনহাটা বিধানসভা কেন্দ্রে ১৫ হাজার ৫৩৯ ভোটে এগিয়ে ছিল বিজেপি। তবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে মাত্র ৫৭ ভোটে বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে হেরে যান উদয়ন গুহ।
সাংসদ পদ রেখে দিনহাটার বিধায়ক পদ থেকে নিশীথ প্রামাণিক পদত্যাগ করায়, এই কেন্দ্রে উপনির্বাচন হবে।এই উপনির্বাচনেও তৃণমূলের সৈনিক উদয়ন গুহ। তাঁর বিরুদ্ধে লড়বেন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক। তাদের হয়ে লড়ছেন আবদুর রউফ। কার মাথায় ওঠে দিনহাটা জয়ের শিরোপা, উত্তর মিলবে, দোসরা নভেম্বর।