অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : দীর্ঘদিনের ঘরবন্দি জীবনে হাঁসফাঁস করে ওঠা মানুষজন একটু মুক্তি খুঁজে নিয়েছিলেন উত্সবের হাত ধরে। মাস্কের বর্ম চোখে পড়লেও, ঠাকুর দেখার লাইনে উধাও হয়েছিল সোশাল ডিসট্যান্সিং।


তার ফল কী হবে? সংক্রমণ কি বাড়বে? এখনই তার উত্তর না পাওয়া গেলেও, এ নিয়ে সতর্ক হল কলকাতা পুরসভা।


পুজোর জন্য ২৫ অক্টোবর পর্যন্ত পুরসভায় ছুটি থাকলেও, বাতিল হল স্বাস্থ্য বিভাগের ছুটি। মঙ্গলবার থেকেই কাজ শুরু করবে এই বিভাগ। করোনা পরীক্ষার পাশাপাশি ফের জোরকদমে শুরু হবে ভ্যাকসিনেশন। পুর প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানান, 'পঞ্চমী থেকে ছুটি। খুলবে ২৫ তারিখ। পুরসভা যেদিন খুলুক মঙ্গলবার খুলে যাবে স্বাস্থ্যকেন্দ্র। টেস্ট- ভ্যাকসিনেশনে জোর দেওয়া হবে। পুজোয় অনেক মেলামেশা হয়েছে। তাই কোনও উপসর্গ থাকলে যাতে পরীক্ষায় সমস্যা না হয় সে কারণে এই ব্যবস্থা।'

আরও দেখুন :


আরও পড়ুন : পথে নেমে মিছিল থেকে শেখ হাসিনাকে চিঠি; বাংলাদেশে হামলায় এ রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি



স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, বৃহস্পতি, শুক্র ও শনিবারের চেয়ে রবিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। বেড়েছে মৃত্যুও। ১৭ অক্টোবর পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত ১৫ লক্ষ ৮০ হাজার ৫৩০। এই পরিস্থিতিতে রবিবার থেকেই পুরোদমে শুরু হচ্ছে করোনার ভ্যাকসিনেশন। পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার থেকেই RT-PCR ও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু হবে কলকাতা পুরসভার সমস্ত স্বাস্থ্যকেন্দ্র ও মোবাইল পরীক্ষাকেন্দ্রগুলিতে। পুরসভার বার্তা, সামান্য উপসর্গ থাকলেই, সতর্ক হতে হবে সবাইকে।


অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১৪৪ জনের মৃত্যু হয়েছে।  একদিনে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৬ জন।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ১২৪ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৬৭ হাজার ৭১৯।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার ৮৪৬।  


আরও পড়ুন :


ইশার চরিত্র আমার কাছে লড়াই করে জয়ী হওয়ার প্রতীক: ঋতাভরী