শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এলে সুবিধা হবে তৃণমূলেরই। তাঁকে দেখলে ভোট দেবে না মানুষ। উপ নির্বাচনের আগে এইভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কটাক্ষ করলেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। মানুষ কি দুষ্কৃতীকে ভোট দেবে?  পাল্টা প্রশ্ন তুলে খোঁচা দিয়েছে বিজেপিও


বিধানসভা নির্বাচনে দিনহাটায় মাত্র ৫৭ ভোটে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে হেরেছিলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।এবার উপনির্বাচনেও তাঁকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে দিনহাটার উপনির্বাচনে পর্যবেক্ষক করেছে বিজেপি।ভোটের আগে একসময়ের প্রতিপক্ষকেই তীব্র ভাষায় আক্রমণ করলেন উদয়ন গুহ। তাঁর দাবি, নিশীথ প্রামাণিক প্রচার করতে এলে আখেরে লাভ হবে তৃণমূলেরই। তিনি বলেছেন,এখানে আদতে লাভ হয়েছে তৃণমূলের। কারণ নিশীথকে মানুষ পছন্দ করে না। কারণ ওর জন্যই মানুষ দিনহাটায় বিপদে পড়েছে। এই কেন্দ্র বিধায়কহীন থেকেছে। ফের একবার নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে। ওকে দেখলে মানুষ আর ভোট দেবে না। তৃণমূলের সুবিধা হবে।


বিধানসভা ভোট মিটতেই, দিনহাটায় তৃণমূলের বিরুদ্ধে হামলার একাধিক অভিযোগ তুলেছিল বিজেপি। ভোট পরবর্তী হিংসার অভিযোগে, কলকাতা হাইকোর্টে যে অ্যানেক্সচার জমা দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ দল, তাতে উদয়ন গুহকে কুখ্যাত দুষ্কৃতীর আখ্যা দেওয়া হয়েছিল। সেই প্রসঙ্গে টেনে এনে পাল্টা তৃণমূল প্রার্থীকে বিঁধেছে বিজেপি। কোচবিহার বিজেপির সম্পাদক রাজু রায়ের খোঁচা, জাতীয় মানবাধিকার কমিশন উদয়নকে ক্রিমিনাল বলেছে, তাহলে কি মানুষ ক্রিমিনাল দেখে ভোট দেবে? নিশীথ হলেন এমপি, এখন কেন্দ্রীয় মন্ত্রী। বিধানসভা নির্বাচনে উদয়নকে পরাজিত করেছেন। আমরা গর্বিত।


৩০ অক্টোবর, খড়দা, গোসাবা, শান্তিপুরের পাশাপাশি উপনির্বাচন হবে কোচবিহারের দিনহাটায়।ফল ঘোষণা হবে দোসরা নভেম্বর।