শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার :  কোচবিহার লোকসভা কেন্দ্রে  ( Cooch Behar ) আসন ধরে রাখতে পারেনি বিজেপি ( BJP ) । হেরে গিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদে থাকা নিশীথ প্রামাণিক ( Nisith Pramanik ) । ভোটের আগে নিশীথ বনাম উদয়ন তরজায় উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহার। মৌখিক আক্রমণ থেকে, মাঝ রাস্তায় হাতাহাতি , বাদ যাননি কিছুই। এতকিছু পরও গড় ধরে রাখতে ব্যর্থ হলেন নিশীথ। আর তারপরই  বিজেপির কেল্লা কার্যত রক্ষীহীন সেখানে। এবার তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বিজেপির সংগঠন। রোজই দলে দলে কর্মী ও নেতা যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে। পাশা ওল্টাতেই বদলে গিয়েছে কোচবিহারের রাজনীতির রং। 


পরাজয়ের পর নিশীথ প্রমাণিকের গড়ে বিজেপিতে একের পর এক ভাঙন ধরছে । দলবদলের ফলে দিনহাটায় একই দিনে বিজেপির ৩ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এল। ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পর একে একে সবুজ হল মাতালহাট গ্রাম পঞ্চায়েত ও ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত। ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৫ বিজেপি সদস্য়ও তৃণমূলে যোগ দিয়েছেন শুক্রবার।


শুক্রবার রাতে ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যদের তৃণমূলে যোগদান করান দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পঞ্চায়েত ভোটে ১২ সদস্য়ের ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৭টি আসন দখল করে বিজেপি। তৃণমূল ৫টি আসনে জয়ী হয়। দলবদলের ফলে গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য় সংখ্য়া বেড়ে দাঁড়াল ১০। গতকালই ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এবং মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বিজেপি সদস্য়রা তৃণমূলে যোগ দেন।


এই দলবদল হচ্ছে জোর করে, দাবি করেছে বিজেপি। কোচবিহারের বিজেপি সভাপতি সুকুমার রায় জানিয়েছেন, জোর করে ভয় দেখিয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করানো হচ্ছে।  


শুক্রবারই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের খাসতালুকে তৃণমূলে যোগ দেন বিজেপি পরিচালিত ভেটাগুড়ি ২ নম্বর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান-সহ ৯ জন পঞ্চায়েত সদস্য। কোচবিহার লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার হাত ধরে তৃণমূলে যোগ দেন তাঁরা। বিজেপি পরিচালিত ১৮ আসনের ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা তার জেরে ৬ থেকে বেড়ে হয় ১৫। আর বিজেপি কমে হয় ৩। যোগ দেন বিজেপির পঞ্চায়েত প্রধানও। 


আরও পড়ুন :


বাংলা থেকে কারা জায়গা পেতে পারেন মোদি মন্ত্রিসভায়? রইল সম্ভাব্য তালিকা 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে