কোচবিহার: মণিপুর (Manipur) থেকে মালদা (Malda), নারী নির্যাতন ঘিরে দেশজুজড়ে তোলপাড়। তার মধ্যেই কোচবিহারে নির্যাতিতা নাবালিকার মৃত্যু হল। ১৮ জুলাই স্কুল থেকে ফেরার পথে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল নাবালিকা। আজ সকালে কোচবিহার (Cooch behar) এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত-সহ ৪ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুণ্ডিবাড়ি থানার পুলিশ।
বাড়ছে অভিযোগের তালিকা: মণিপুর থেকে মালদা, মণিপুর (Manipur)-মালদা (Malda) -কোচবিহার (Cooch Behar) -কাকদ্বীপ (Kakdwio)। নারী নির্যাতনের অভিযোগের তালিকা বেড়েই চলেছে। এর মধ্যেই মৃত্যু হল কোচবিহারের নির্যাতিতা নাবালিকার! আর তা নিয়েও তুঙ্গে উঠল রাজনৈতিক সংঘাত। হাসপাতালেই মুখোমুখি তৃণমূল-বিজেপি। চলল স্লোগান। দেহ আটকে বিক্ষোভ। হাতাহাতিতে জড়ালেন তৃণমূল ও বিজেপি কর্মীরা।
অপহরণ করে ধর্ষণের অভিযোগ: গত ১৮ জুলাই স্কুল থেকে বেরনোর পরে ওই ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ তোলে পরিবার। পরে গুরুতর অসুস্থ অবস্থায় কিশোরীর খোঁজ মেলে বেসরকারি হাসপাতালে। বুধবার কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ সপাতালে মৃত্যু হয় তাঁর। ধর্ষণের অভিযোগে ধৃতরা বিজেপি ও সিপিএমের বলে দাবি করে তৃণমূল। এনিয়ে হাসপাতাল চত্বরেই শুরু হয় তুমুল গন্ডগোল।
বিজেপি নেতা রাহুল সিন্হার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তৃণমূলের (tmc) কর্মী সমর্থকরা। হাসপাতালে নাবালিকার দেহ আটকে চলে বাগ্ বিতন্ডা। পরে পুলিশের হস্তক্ষেপে দেহ বের করা হলেও গন্ডগোল থামেনি। হাসপাতালের বাইরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল-বিজেপি। অভিযোগ, নাবালিকার বাবাকে রীতিমতো টেনে হিঁচড়ে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তৃণমূলের কর্মীরা। ধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই মূল অভিযুক্ত-সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুণ্ডিবাড়ি থানার পুলিশ।
রিপোর্ট তলব: মালদার বামনগোলায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় আজ রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন। জেলার পুলিশ সুপারকে দু-সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-কেও। অন্যদিকে, এই ঘটনায় অব্যাহত রয়েছে রাজনৈতিক চাপানউতোর।
আরও পড়ুন: CBI: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় শান্তিপুর পুরসভার আধিকারিকদের সিবিআই তলব
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন