কলকাতা: তাঁর 'মহানায়ক' পুরস্কার খবর ও ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের বন্য়া। মুষ্ঠিমেয় মানুষ অভিনেত্রীর পাশে দাঁড়ালেও, সোশ্যাল মিডিয়ায় তাঁর দিকে ধেয়ে এল কটূ মন্তব্য। উত্তমকুমারের মৃত্যুবার্ষিকীতে 'মহানায়ক' সম্মানে সম্মানিত হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় সেই ক্লিপিংস প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ট্রোলিং। 


একের পর এক নতুন ছবির কাজ করে চলেছেন শ্রাবন্তী। এরমধ্যে 'সাদা রঙের পৃথিবী' ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, সামনে রয়েছে শুভ্রজিৎ মিত্রের (Subhrajit Mitra)-র 'দেবী চৌধুরানী' (Devi CHowdhurani) ছবিটিও। একটি পিরিয়ড ড্রামার মুখ্যভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। আর সেই চরিত্রের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। 


তবে শ্রাবন্তীর 'মহানায়ক' সম্মান পাওয়াকে খুব একটা ভাল চোখে দেখেনি নেটদুনিয়া। অনেকেরই দাবি তোষামোদ করেই এই সম্মান পেয়েছেন শ্রাবন্তী। অনেকে কটাক্ষ করেছেন তাঁর বিজেপির থেকে সরে আসা নিয়েও। অনেকে টেনে এনেছেন শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনকেও। এই সমস্ত কথার কোনও উত্তর দেননি শ্রাবন্তী। তিনি এই পুরস্কার পেয়ে যে যথেষ্ট উচ্ছ্বসিত সেটা ফুটে উঠেছে তাঁর চোখে মুখে। 


অন্যদিকে, অংশুমান প্রত্যুষের (Angshuman Pratyush)-এর পরে এবার কমলেশ্বর মুখোপাধ্যায়ের (Kamaleswar Mukherjee)-র ছবিতে জুটি হিসেবে দেখা যাবে জিতু কমল (Jeetu Kamal) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)-কে। আর এই ছবিতে আরও এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন রজতাভ দত্ত (Rajatabha Dutta)। সদ্যই লন্ডন থেকে 'বাবুসোনা'  ছবির শ্যুটিং করে ফিরেছেন জিতু ও শ্রাবন্তী। ফের একবার কমলেশ্বরের পরিচালনায় একসঙ্গে দেখা যাবে তাঁদের। ছবির নাম, 'আমি আমার মতো'। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই ছবির শ্যুটিং। এসকে মুভিজ- এর ব্যানারে প্রযোজক অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি।  মুক্তির অপেক্ষায় শ্রাবন্তীর নতুন ছবি 'সাদা রঙের পৃথিবী'-ও। 


 






আরও পড়ুন: Ritabhari Chakraborty: ওয়েব সিরিজে পা রেখেই মায়ের চরিত্রে ঋতাভরী, শেষ হল নন্দিনী-র শ্যুটিং


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial