শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের (Coochbehar) ভবানীগঞ্জ বাজারের একাংশকে বিপজ্জনক বলে ঘোষণা করল পুরসভা। সংস্কারের প্রতিশ্রুতি না মেলায়, দিশাহারা ব্যবসায়ীরা। বাড়ছে আতঙ্ক। এই পরিস্থিতিতে তৃণমূল পরিচালিত পুরসভাকে নিশানা করেছে বিজেপি। হেরিটেজ কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ।


বাজারের একাংশকে বিপজ্জনক বলে ঘোষণা: যখন-তখন খসে পড়ছে পলেস্তারা। বেরিয়ে পড়েছে কংক্রিটের খাঁচা। যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে চাঙড়। এই ছবি কোচবিহারের শতাব্দীপ্রাচীন ভবানীগঞ্জ পুরবাজারের। পুরসভা পরিচালিত বাজারের এই এলাকা হেরিটেজ তালিকাভুক্ত। তবে বাজারের বাড়িগুলি খুব একটা পুরনো নয়। ব্যবসায়ীদের অভিযোগ, মেরামতির অভাবে মাঝেমধ্যেই চাঙড় খসে দুর্ঘটনা ঘটে। সংস্কারের দাবিতে একাধিকবার ক্ষোভ-বিক্ষোভ-আন্দোলন করেছেন ব্যবসায়ীরা। এবার বাজারের একাংশকে বিপজ্জনক বলে নোটিস টাঙাল তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভা। অথচ সেই বিপদ মাথায় নিয়েই চলছে ব্যবসা-বাণিজ্য। পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। এক ব্যবসায়ী চন্দন শীল বলেন, “আতঙ্কে আছি। যেখানে কাউন্টার তার ওপরেই ভাঙা। রিপেয়ার না করে বোর্ড লাগিয়ে দিয়ে গেছে।’’

পুর-বাজার বেহাল  দশা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। কোচবিহারের বিজেপি নেতা বিরাজ বসু বলেন, “পোস্টার টাঙিয়ে দায়ভার এড়াতে পারেন না। উনি উদাসীন। ব্যর্থতা ঢাকতেই পোস্টার টাঙিয়েছেন। কোচবিহার পুরসভার পুরপ্রধান ও রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “এটা হেরিটেজ বাজার। কমিটিতে আলোচনা হবে। নিয়ম মেনে সংস্কার হবে।’’ পুরসভা বলছে, নিয়ম মেনে তারা বিপজ্জনক নোটিস টাঙিয়েছে। কিন্তু বাজার সংস্কারের কাজ কবে শুরু হবে, তা স্পষ্ট করে না জানানোয়, ব্যবসার ভবিষ্যৎ নিয়ে দোলাচলে ব্যবসায়ীরা।


অ্যাপ ক্যাবে কড়া রাজ্য: এদিকে লাইসেন্স এবং কলকাতায় অফিস নেই এমন অ্যাপ ক্যাব সংস্থার বিরুদ্ধে কড়া রাজ্য সরকার (West Bengal Government)। শনিবার অ্যাপ ক্যাব সংস্থা এবং মালিক ও চালক সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে কড়া পদক্ষেপের কথা জানালেন পরিবহণ মন্ত্রী। এদিকে, কিলোমিটার প্রতি নূন্যতম ভাড়ার দাবিতে বৈঠকে সরব হয়েছে অ্যাপ ক্যাব মালিক ও চালক সংগঠনগুলো।


যাত্রী প্রত্যাখ্যান থেকে অতিরিক্ত ভাড়া। অ্যাপ ক্যাবের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়।এমনকি অ্যাপ ক্যাব সংস্থাগুলির বিরুদ্ধে রয়েছে আরও মারাত্মক অভিযোগ। লাইসেন্স ছাড়াই রাজ্যে ব্যবসা করছে অনেক অ্যাপ ক্যাব সংস্থা। আবার বেশ কিছু অ্যাপ ক্যাব সংস্থার কলকাতায় কোনও অফিস নেই। এই সংস্থাগুলোর বিরুদ্ধে এবার কড়া রাজ্য সরকার। লাইসেন্স ছাড়া ব্যবসা করছে যে সমস্ত অ্যাপ ক্যাব সংস্থা এবং যে সব সংস্থার কলকাতায় অফিস নেই তাদের বিরুদ্ধে কড়া পক্ষেপের কথা জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। অ্যাপ ক্যাব সংস্থা এবং মালিক ও চালক সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে রাজ্যের কড়া মনোভাব স্পষ্ট করে দিয়েছেন পরিবহণ মন্ত্রী।

আরও পড়ুন: WHO on Covid-19: কোভিড আর 'বিপদ' নয়? বড়সড় ঘোষণা WHO-এর