WHO on Covid-19: কোভিড আর 'বিপদ' নয়? বড়সড় ঘোষণা WHO-এর

Coronavirus: কোভিডের উপর থেকে Global Health Emergency-তকমা তুলে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Continues below advertisement

নয়াদিল্লি: বিশ্বের জন্য বড়সড় স্বস্তি। কোভিড বা করোনাভাইরাস আর public health emergency নয়। আপৎকালীন কমিটির সুপারিশে সিলমোহর বিশ্ব স্বাস্থ্য সংস্থার। আন্তর্জাতিক ক্ষেত্রে কোভিডের উপর থেকে Global Health Emergency-তকমা তুলে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO-এর তরফ থেকে ট্যুইট করে এই কথা জানানো হয়েছে। 

Continues below advertisement

 

বৃহস্পতিবার কোভিড নিয়ে মিটিং করেছে WHO. তারপরে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিদ্ধান্ত নিয়েছে যে কোভিড ১৯ মহামারিকে  Public Health Emergency of International Concern (PHEIC)- তালিকায় আর রাখা হবে না। WHO-এর ডিরেক্টর জেনারেল টেড্রোস আধেনম ঘেব্রেয়ুস নিজেও এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এক বছরেরও বেশি সময় ধরে কোভিডের সংক্রমণ নিম্নগামী। এখন অধিকাংশ দেশেই কোভিড পূর্ববর্তী অবস্থা ফিরে এসেছে। তিনি বলেছেন, 'গতকাল এমারজেন্সি কমিটি ১৫তম বার মিটিংয়ে বসেছিল। সেখানে তাঁরা জানায় যাতে আমি public health emergency of international concern- এই তকমা তুলে নিই। আমি এই পরামর্শ গ্রহণ করেছি।' ২০২০ সালে কোভিডকে এই তকমা দেওয়া হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। তার সপ্তাহ ছয়েক আগেই কোভিডকে মহামারি হিসেবে ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

তবে এর সঙ্গেই কোভিডকে একেবারে হেলাফেলা করা যাবে না এমনটাও বলেছে WHO. এই ভাইরাস এখনও রয়েছে, এখনও অসুস্থ হচ্ছেন অনেকে। কেউ কেউ মারাও যাচ্ছেন। নতুন ভ্যারিয়ান্টের খোঁজ পাওয়ার সম্ভাবনাও রয়েছে যাতে ফের সংক্রমণ বাড়তে পারে। কোভিড নিয়ে নতুন ঘোষণার পরে এতদিন ধরে গড়ে তোলা নিয়ম ভেঙে ফেলার বিরোধী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বরং কোভিড নিয়ে ভয় কাটানোর বার্তা দেওয়ার পক্ষে সওয়াল করেছে তারা। 

PHEIC কী:
আপৎকালীন ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে চলার জন্য  PHEIC তৈরি করা হয়েছে। সব দেশ যাতে একসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে চলে তার জন্যই এই চুক্তি তৈরি হয়েছে। 

আরও পড়ুন: স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola