শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের (Coochbehar News) তুফানগঞ্জে বিজেপির চাপে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল ১০০ দিনের কাজের (100 Dyas Work) টাকা বিলির ক্যাম্প। পরে তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতির উদ্যোগে ফের ক্যাম্প চালু করা হয়। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


ক্যাম্প বন্ধ ঘিরে শুরু তরজা: তৃণমূলের ১০০ দিনের ক্যাম্প বন্ধ করে দিল বিজেপি। তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতির উদ্যোগে ফের চালু হল ক্যাম্প। কোচবিহারের তুফানগঞ্জের অন্দরনফুলবাড়ী গ্রামে স্কুলের মাঠে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার সহায়তা কেন্দ্র চালু করেছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ক্যাম্প চলাকালীন সেখানে উপস্থিত হন বিজেপি স্থানীয় নেতাকর্মীরা। সহায়তা কেন্দ্র বেআইনি বলে বন্ধ করে দেওয়ার কথা বলেন স্থানীয় বিজেপি নেতারা।


মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) ১০০ দিনের কাজের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। এরপরেই জেলায় জেলায় শুরু হয়েছে সহায়তা কেন্দ্র।  তৃণমূল সূত্রে খবর, এই সব কেন্দ্রে চলছে উপভোক্তাদের তথ্য সংগ্রহের কাজ। আর তুফানগঞ্জে এই ক্যাম্প বন্ধ করা নিয়ে তৃণমূল-বিজেপি ব্যাপক বচসা শুরু হয়। স্থানীয় তৃণমূল নেতা রাজকান্ত বর্মন বলেন, “জোর করে ক্যাম্প বন্ধ করে দিচ্ছে বিজেপি। ওদের শক্তি বেশি তাই করছে।’’ উত্তেজনা বাড়লে এলাকায় উপস্থিত হয় তুফানগঞ্জ থানার পুলিশবিজেপির অভিযোগ, একশ দিনের কাজের টাকা নিয়ে রাজনীতি করছে তৃণমূল। বিজেপি নেতা মহেন্দ্রনাথ অধিকারী বলেন, “একশো দিনের কাজের টাকা নিয়ে রাজনীতি করছে তৃণমূল, ক্যাম্প করে মানুষকে হয়রানি করা হচ্ছে।’’ পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে উপস্থিত হন অন্যান্য তৃণমূল নেতারা। তৃণমূলের ব্লক সভাপতি প্রদীপ বসাক ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজেশ তন্ত্রির উদ্যোগে পুনরায় ক্যাম্প চালু হয়।


এদিকে মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের মধ্যেই অনুব্রতহীন জেলায় ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। কাজল শেখকে বীরভূমের মুখ্যমন্ত্রী বলে বিতর্কিত মন্তব্য করলেন তাঁর অনুগামী তৃণমূল নেতা। নানুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য আলম শেখের মন্তব্য, 'যাঁদের নিয়ে মুখ্যমন্ত্রী বীরভূমে তৃণমূলের কোর কমিটি তৈরি করেছেন, তাঁরা মূর্খ।' মুখ্যমন্ত্রীর সফরের মধ্য়েই তৃণমূল নেতার এই বক্তব্য ভাইরাল হওয়ায় অস্বস্তি বেড়েছে শাসকদলের। অনুগামীর মন্তব্য়ের দায় তাঁর নয় বলে জানিয়েছেন কাজল শেখ। জেলা তৃণমূল নেতৃত্ব এই মন্তব্যের কড়া নিন্দা করেছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandeshkhali Chaos: রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা