শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের (Coochbehar) পানিশালায় রাস্তা তৈরির বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে ঠিকাদার সংস্থার থেকে প্রায় চার লক্ষ টাকা কাটমানি (Cut Money) নেওয়ার অভিযোগ। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে কোতয়ালি থানায় FIR দায়ের। অভিযুক্ত তৃণমূল (TMC) নেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
ফের কাটমানি বিতর্ক: ফের কাটমানি বিতর্ক তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে FIR দায়ের করা হল। এই ঘটনা ঘিরে সরগরম কোচবিহারের পানিশালা। অভিযুক্ত তৃণমূল নেতা ও পানিশালার প্রাক্তন অঞ্চল সভাপতি খবিরুদ্দিন মিঞার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন ঠিকাদার সংস্থার সদস্যরা। কোতয়ালি থানায় তাঁর বিরুদ্ধে দায়ের করা হয় FIR। ঠিকাদার সংস্থার সদস্যদের দাবি, কয়েক বছর আগে পানিশালা গ্রাম পঞ্চায়েতে সাড়ে ৯০০ মিটার রাস্তা তৈরি করেন তাঁরা। তাঁদের অভিযোগ, প্রায় ৪ লক্ষ টাকা কাটমানির বিনিময়ে, ১২ লক্ষ টাকার বরাত পাইয়ে দিয়েছিলেন তৃণমূল নেতা খবিরুদ্দিন মিঞা। কিন্তু কাজ শেষ করার পরেও প্রায় ১২ লক্ষ টাকার বিল এখনও মেটানো হয়নি। নিজেদের স্থানীয় তৃণমূল কর্মী বলেও দাবি করেছেন অভিযোগকারীরা।
ঠিক কী অভিযোগ? অভিযোগকারী ঠিকাদার কুদ্দুস মিঞা বলেন, “আমরা পানিশালা অঞ্চলের তৃণমূল কর্মী। ৫ বছর আগে অঞ্চল থেকে ১১ লক্ষ ৮০ হাজার টাকার কাজ দেয়। আমাদের থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা কমিশন নিয়েছে। ৫ বছর থেকে বিল পাচ্ছি না। ফাঁদে পড়ে গিয়েছি।’’ এ বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি। জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, “তৃণমূল করা মানেই করে খাওয়া। এটাই ওদের সংস্কৃতি। তৃণমূলের ছোট থেকে বড় নেতা সবাই হপ্তা, কাটমানি তোলাবাজিতে বিশ্বাস করে।’’ জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য আব্দুল জলিল আহমেদ বলেন, “আমরা তদন্ত করে দেখব কারা দিয়েছে আর কারা নিয়েছে। অভিযোগ করলেই তো হল না। যারা আন্দোলন করছে তাদের কাউকে তো তৃণমূল দেখছি না। তারা কোনও দিন দল করেনি।’’