শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: সিতাইয়ে আক্রান্ত হলেন ডিওয়াইএফআইয়ের (DYFI Rally) তিন নেতা। অভিযোগ, ইনসাফ যাত্রার প্রচার সভা থেকে দিনহাটায় ফেরার পথে তাদের বেধড়ক মারধর করা হয়। ডিওয়াইএফআইয়ের অভিযোগ, সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার ছেলের নেতৃত্বে হামলা চালানো হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
সিতাইয়ে আক্রান্ত DYFI নেতৃত্ব: পঞ্চায়েত ভোটে কোচবিহারের দিনহাটা থেকে শীতলকুচি, ভয়াবহ সন্ত্রাসের ছবি দেখেছে রাজ্যবাসী। গুলি, বোমাবাজি ,খুন- বাদ যায়নি কিছুই। পঞ্চায়েত ভোটের পর কয়েক মাস পেরিয়ে গেলেও, কোচবিহারে সন্ত্রাসের বিরাম নেই। এবার সিতাইয়ে ডিওয়াইএফআইয়ের ৩ নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের যুব সংগঠনের দাবি, সোমবার রাতে ইনসাফ যাত্রার প্রচার সভা থেকে দিনহাটায় ফিরছিলেন জেলা সহ সম্পাদক ইউসুফ আলি ও সম্পাদকমণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস। অভিযোগ, সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীপ বর্মা বাসুনিয়ার ছেলের নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাঁদের রাস্তা আটকায়।এরপর শুরু হয় বেধড়ক মারধর। DYFI-এর আরেক নেতা আকিক হোসেন ঘটনাস্থলে গেলে, তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। এ নিয়ে সিতাই থানায় দায়ের হয়েছে অভিযোগ।
জেলা DYFI-এর সভাপতি শম্ভু চৌধুরী বলেন, “তৃণমূল রাস্তায় হামলা করেছে। আমাদের ওপর হামলা করে ইনসাফ যাত্রা রুখবে। তা সম্ভব নয়।ইনসাফ যাত্রা হবেই। অবিলম্বে গ্রেফতার করতে হবে।’’ যদিও ছেলে কুন্তল বর্মা বাসুনিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। এদিন তিনি বলেন, “মিথ্যে অভিযোগ। এখন কেউ সিপিএম করে। আমাদের কুরুচিকর আক্রমণ করেছে। তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা।’’
পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। নিয়োগের দাবিতে, দুর্নীতির প্রতিবাদ সহ একাধিক ইস্যুতে ৩ নভেম্বর সকালে কোচবিহার থেকে ইনসাফ যাত্রা শুরু করবে সিপিএমের ছাত্র-যুবরা। ৭ জানুয়ারি শেষ হবে ব্রিগেড ময়দান। সেখানে হবে সমাবেশ। তার প্রচারে গিয়ে আক্রান্ত হলেন কোচবিহারের ডিওয়াইএফআই নেতৃত্ব।
আরও পড়ুন: DYFI: পাখির চোখ লোকসভা নির্বাচন, জনসংযোগ বাড়াতে শুরু হচ্ছে DYFI-এর ইনসাফ যাত্রা