শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বিধানসভা, পুরসভার পরে সামনে এবার পঞ্চায়েত ভোট, উত্তরবঙ্গে বিভিন্ন দলের রাজনৈতিক তৎপরতা বাড়ছে। ঠিক এমন সময়ে জল্পনা বাড়িয়ে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজের দরবারে হাজির বিজেপি। বৃহস্পতিবার শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভা। সূত্রের খবর, সেই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে গ্রেটার নেতা অনন্ত মহারাজকে। যদিও বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা কেউ তা স্বীকার করেননি।


অনন্ত মহারাজের দরবারে হাজির বিজেপি:  অনন্ত রায় গ্রেটার কোচবিহার আন্দোলনের অন্যতম নেতা। কোচবিহার জেলায় রাজবংশী ভোট প্রায় ৩৪ শতাংশ। রাজবংশী ভোটাদের একাংশ এই অনন্ত মহারাজের কথাতেই পরিচালিত হন। তাই ভোটের আগে অনন্ত মহারাজের সমর্থন পাওয়ার চেষ্টা করে সব রাজনৈতিক দলই। যেমন, গত বিধানসভা ভোটের সময় কোচবিহারে প্রচারে যাওয়ার আগে অসমের চিরাংয়ে গিয়ে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন অমিত শাহ। এরপর পুরসভা ভোটের আগে গত ১৬ ফেব্রুয়ারি অনন্ত মহারাজের আমন্ত্রণে চিলা রায়ের ৫১২-তম জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি, অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে তাঁর জন্মদিন পালন করেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ও কোচবিহারের জেলাশাসক। এবার আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে অনন্ত মহারাজের দরবারে হাজির বিজেপি।


এদিকে, অনন্ত মহারাজের ঘনিষ্ঠমহল সূত্রের খবর, গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে রাজবংশীরা বিজেপিকে কোচবিহারে ডিভিডেন্ট দিলেও, কেন্দ্রের শাসকদল তাদের প্রতিশ্রুতি পালন করেনি বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “একটা কথার কথা আছে, কাজের বেলায় কাজি, কাজ ফুরোলেই, সময় বুঝে অনন্ত মহারাজকে ব্যবহার করেছে গেরুয়া শিবির। কাজ ফুরোলে প্রতিশ্রুতি পালন করে না, সম্মানও থাকে না, অনন্ত মহারাজ সেটাই হয়তো বুঝতে পারছেন।’’


কোচবিহারের বিজেপি জেলা সভাপতি ও বিধায়ক সুকুমার রায় বলেন, “রবি বাবু তো বলবেনই, ওনারা অনেক চেষ্টা করছেন মহারাজকে জদলে টানার, কিন্তু মহারাজ একটি সংগঠন করে, উনি সবার সঙ্গেই কথা বলেন।’’ আগামী নির্বাচনে অনন্ত মহারাজের সমর্থন কোন দিকে থাকবে, তা ঘিরে যেমন জল্পনা তৈরি হয়েছে। তেমনই অনন্ত মহারাজকে পাশে পেতে চেষ্টার ত্রুটি রাখছে না কোনও পক্ষই।


আরও পড়ুন: Magrahat Shoot Out: এবার মগরাহাটে প্রকাশ্যে শ্যুটআউট, মৃত এক