জয়দীপ হালদার ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, দক্ষিণ ২৪ পরগণা: এবার মগরাহাটে (Magrahat) প্রকাশ্যে শ্যুটআউট (Shoot Out), একজনের মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে শ্যুটআউটের ঘটনায় গুলিবিদ্ধ আরও ১। সুদের কারবার নিয়ে বচসায় গুলি চলার অভিযোগ। ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি আহত।
মগরাহাটে প্রকাশ্যে শ্যুটআউট: জানা গিয়েছে, এদিন বিকেলে প্রকাশ্যে এক যুবক গুলি চালায়। তাতেই গুলিবিদ্ধ হন দুজন। দুজনকে প্রথমে নিয়ে যাওয়া হয় মগরাহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করে। আহতকে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে গুলিবিদ্ধ দুই ব্যক্তির নাম মোজাম ঢালী, রিজওয়ান ঢালী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিন্তু কেন গুলি চালানো হল? কোথা থেকে এল আগ্নেয়াস্ত্র? কে বা কারা গুলি চালাল? উঠছে একাধিক প্রশ্ন। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত আক্রোশের জেরে গুলি চালানো হয়। খুনের নেপথ্যে থাকতে পারে সুদের কারবারের মতো বিষয়। মোটা টাকা পাওয়ার আশা চড়া সুদে টাকা ধার দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা মেলেনি। সেই ক্রোধেই খুন বলে অনুমান পুলিশের। এদিন ঘটনাস্থলে যান ডায়মন্ড হারবারের এসডিপিও এবং মগরাহাট থানার পুলিশ। ইতিমধ্যেই ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।
অন্যদিকে, জমি নিয়ে দুই প্রতিবেশীর বিবাদের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। গুরুতর জখম হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মাহিতলায়। স্থানীয় সূত্রে খবর, জমি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ, গতকাল রাতে ফের দুই পরিবারের মধ্যে বচসা বাধে। সেইসময় ধারাল অস্ত্র নিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর চড়াও হয়। একই পরিবারের ২ জন গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। আরেক আক্রান্ত কলকাতার হাসপাতালে ভর্তি। অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে মগরাহাট থানার পুলিশ।
আরও পড়ুন: Coochbehar News: গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতার দরবারে বিজেপি, তুঙ্গে জল্পনা