শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা : বিজেপি বৈঠক চলাকালীন হামলার ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের পুত্র তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক সায়ন্তন গুহ- সহ ৩৪ জনের নামে দিনহাটা থানায় অভিযোগ দায়ের। দিনহাটায় বিজেপির মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথ-সহ তিন জনের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এনিয়ে থানায় অভিযোগ দায়ের করলেন ঈশ্বর দেবনাথের স্ত্রী রীণা দেবনাথ। 


এ বিষয়ে কোচবিহার জেলা বিজেপি সম্পাদক অজয় রায় বলেন, সেদিন দলীয় বৈঠক চলাকালীন তৃণমূলী দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায়। আর তাতেই দলীয় মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথ-সহ তিন জন গুরুতর আহত অবস্থায় কোচবিহারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনায় সেদিন যারা উপস্থিত ছিল তাদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন রীণা দেবনাথ।


যদিও তৃণমূলের দিনহাটা ২ নং ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য অভিযোগ অস্বীকার করে বলেন, ওইদিন দিনহাটায় তৃণমূল কংগ্রেসের কর্মিসভা ছিল। আর সেই সভা বানচাল করতেই বিজেপি কর্মীরা বাইরে থেকে সমাজবিরোধীদের নিয়ে এসে ওই বাড়িতে রেখেছিল। তৃণমূল কংগ্রেসের ছেলেরা যখন সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, সেই সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় বিজেপি আশ্রিত ওই দুষ্কৃতীরা।


চতুর্দিকে ছড়িয়ে ভাঙা চেয়ার, ফুলের টবের টুকরো। মেঝেতে পড়ে দলীয় পতাকা। ছবি দেখেই বোঝা যাচ্ছে কীভাবে ভাঙচুর চলেছে! তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটার ঝুড়িপাড়া এলাকা। আক্রান্ত নেতা-কর্মীদের দেখতে হাসপাতালে গেলে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি জেলা সম্পাদক। পাল্টা ভেটাগুড়িতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করল বিজেপি। 


শনিবার, বিজেপির মণ্ডল সভাপতি ঈশ্বরচন্দ্র দেবনাথের বাড়িতে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠক ছিল। বিজেপির অভিযোগ, সেখানে আচমকা হামলা চালায় তৃণমূল। এরপর, মারধর, ভাঙচুর... বাদ যায়নি কিছুই। ঘটনায় আহত হয় ২ পক্ষের ৩ জন। আহতরা দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। এলাকায় পুলিশি টহলদারি চলছে। 


প্রসঙ্গত, এর আগে ভোট পরবর্তী সন্ত্রাসে (Post Poll Violence) উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহারের দিনহাটা। বিজেপি নেতা- কর্মীদের মারধর, ছুরি দিয়ে কোপানোর অভিযোগ ওঠে তৃণমূলের (Trinamool Congress)বিরুদ্ধে। সিসি ক্যামেরায় ধরা পড়ে মারধরের ছবি। যদিও, অভিযোগ অস্বীকার করে তৃণমূল দাবি করেছিল, বিজেপির (BJP) গোষ্ঠীকোন্দলের জেরেই এই হামলা হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে