মুম্বই: সম্প্রতি বলিউডের প্রযোজক আনন্দ পণ্ডিতের (Anand Pandit Birthday) ৬০তম জন্মদিন উদযাপনে বসেছিল চাঁদের হাট। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া ভরে ওঠে প্রযোজকের জন্মদিনে হাজির হওয়া তারকাদের ভিডিও ও ছবিতে। সেই সঙ্গে কিছু এমন সারপ্রাইজও পেয়েছেন দর্শক, যাতে মন ভরেছে তাঁদের। এদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের বাদশাহ (Shah Rukh Khan) থেকে শাহেনশাহ্ (Amitabh Bachchan), ভাইজান (Salman Khan) সকলেই। সেই পার্টিতেই দেখা গেল একে অপরকে জড়িয়ে ধরলেন অভিষেক বচ্চন ও সলমন খান। অন্দরের এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল। 


একে অপরকে জড়িয়ে ধরলেন সলমন-অভিষেক! ভাইরাল ভিডিও


বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, প্রযোজক আনন্দ পণ্ডিতের জন্মদিন উদযাপনে হাজির হয়েছিলেন প্রায় গোটা বলিউড। তাঁদের ছবি ও ভিডিও ভাইরাল হতেই দেখা যায় অমিতাভ বচ্চনকে দেখে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরলেন সলমন খান। সেই ধারা বজায় রেখেই বাবার পিছনে দাঁড়িয়ে থাকা ছেলে, অভিনেতা অভিষেক বচ্চন (Abhishek Bachchan) বন্ধুত্বপূর্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরলেন 'টাইগার ৩' অভিনেতাকে। 


এক পাপারাৎজি এই ভিডিও তাঁর হ্যান্ডলে পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, মঞ্চে উঠে আনন্দ পণ্ডিতকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন সলমন খান। এরপর অমিতাভ বচ্চনকে দেখতে পেয়ে তাঁর দিকে এগিয়ে যান ভাইজান। করমর্দন করে শাহেনশাহকে জড়িয়ে ধরেন অভিনেতা। সেই সময়েই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে অভিবাদন জানান অভিষেক বচ্চন। এরপর সলমনের সঙ্গেও উষ্ণ আলিঙ্গন বিনিময় করেন অভিষেক। খানিক কথাবার্তাও বলতে শোনা যায় তাঁদের। সোনু নিগম ও সলমন খানকেও দেখা গেল একে অপরকে জড়িয়ে ধরতে। 


 






সলমন ও অভিষেকের আলিঙ্গনের মুহূর্ত স্বভাবতই নজর কেড়েছে সকলের। সলমন খান ও অভিষেক বচ্চন, তাঁদের কোনও পার্টি বা ইভেন্টে একে অপরের সঙ্গে বাক্য বিনিময় করতে বা সৌজন্যমূলক অভিবাদন জানাতেও বিশেষ দেখা যায়নি কখনও। এই দুই তারকার ইতিহাস প্রায় ২৫ বছরের পুরনো। কারণ ঐশ্বর্যা রাই বচ্চন। ১৯৯৮ সালে 'হম দিল দে চুকে সনম' ছবির শ্যুটিংয়ের সময়ে একে অপরের প্রেমে পড়েন ঐশ্বর্যা ও সলমন। তাঁদের সম্পর্কের কথা সকলেরই জানা। তারপর অবশ্য ভেঙে যায় সেই প্রেম। এরপর ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঐশ্বর্যা।


আরও পড়ুন: Kamaal R Khan: ২০১৬ সালের মামলার জের, মুম্বই বিমানবন্দরে আটক করা হল কমল আর খানকে


প্রসঙ্গত, সলমন খানকে শেষ দেখা গেছে এই বছরের দীপাবলি রিলিজে, 'টাইগার ৩' ছবিতে। আপাতত 'বিগ বস ১৭'-এর সঞ্চালক তিনি। সলমন এর আগে ২০০৩ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে 'বাগবান' ছবিতে কাজ করেছেন। ২০০৬ সালে 'বাবুল' ও ২০০৮ সালে 'গড তুসসি গ্রেট হো' ছবিতেও একসঙ্গে কাজ করেন তাঁরা। অভিষেক বচ্চনকে শেষ আর বাল্কি পরিচালিত 'ঘুমর' ছবিতে দেখা গিয়েছে। অমিতাভ বচ্চনকে শেষ টাইগার শ্রফের 'গণপথ' ছবিতে দেখা গেছে। আপাতত তিনি 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানের সঞ্চালনা করছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।