শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান চলছিল। সেখানে মঞ্চের উপরেই তুমুল বচসা তৃণমূলের দুই নেতার মধ্যে। যখন এই ঘটনা ঘটছে তখন মঞ্চের উপরেই বসে যুব তৃণমূলের সভানেত্রী। কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে ধুন্ধুমার। সূত্রের খবর, এমন ঘটনায় প্রবল বিড়ম্বনায় জেলা তৃণমূল নেতৃত্ব। গোটা ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
একের পর এক..পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, মুর্শিদাবাদের বড়ঞার পর এবার কোচবিহারের মাথাভাঙা। ভগবানপুরে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল কর্মীরা। মুর্শিদাবাদে বড়ঞায় বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছিলেন দলের কয়েকজন। এবার মাথাভাঙায় মঞ্চে দুই তৃণমূল নেতার মধ্যে প্রকাশ্যে বচসা হল। এদিকে সব ঠিক থাকলে বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তার আগে ফের তৃণমূলের বিজয়া সম্মিলনীতে সামনে এসে পড়ল দলের কোন্দলের ঘটনা। বিজয়া সম্মিলনীর মঞ্চেই বচসায় জড়ালেন দুই তৃণমূল নেতা।
মঞ্চে ধুন্ধুমার: মঞ্চের উপরেই এক নেতার দিকে তেড়ে গেলেন আর এক নেতা। পরিস্থিতি এমন দিকে গড়ায় যে সামাল দিতে নামতে হয় কর্মীদেরই। তাঁরাই দলের নেতাকে নামিয়ে নিয়ে যান মঞ্চ থেকে। আর গোটাটাই ঘটল যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের সামনে। মঙ্গলবার মাথাভাঙায় তৃণমূলের বিজয়া সম্মিলনীতে বক্তৃতা দিচ্ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ। সেসময় তিনি তৃণমূলের প্রাক্তন ব্লক সহ সভাপতি নজরুল হক সম্পর্কে একটি উক্তি করেন। তারপরেই শুরু হয়ে যায় ঝামেলা। এরপরেই আব্দুল জলিলের দিকে তেড়ে যান। তারপরেই বচসায় জড়িয়ে পড়েন ওই দুই তৃণমূল নেতা। সেসময়, মঞ্চে উপস্থিত হন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। তাঁর সামনেই চলে ওই দুই নেতার বচসা। তারপরে পরিস্থিতি সামাল দেন কর্মীরাই। যুব তৃণমূলের সভানেত্রীর সামনেই এমন ঘটনা ঘটায় কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব। কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিত্ দে ভৌমিক বলেন, 'এরকম হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।'
বিজেপির কটাক্ষ:এমন ঘটনায় তৃণমূলকে নিশানা করে প্রবল কটাক্ষ করেছেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়।
কয়েকদিন আগে মুর্শিদাবাদের বড়ঞায় বিজয়া সম্মিলনীর মঞ্চে নাম না করে দলেরই বিধায়ককে নিশানা করেন যুব তৃণমূল নেতা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরেও তৃণমূলের বিজয়া সম্মিলনীতে ধুন্ধুমার কাণ্ড বাধে। এবার কোচবিহারে একই ঘটনা। পঞ্চায়েত ভোটের আগে এমন ঘটনায় কী অস্বস্তি বাড়ছে তৃণমূলের অন্দরে? আরও পড়ুন: শিক্ষক নিয়োগ থেকে কয়লা-গরু পাচার! একের পর এক দুর্নীতির প্রভাব কি পঞ্চায়েত ভোটে?