শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : এবার আন্তর্জাতিক মানের স্পোর্টস হাব (Sports Hub) তৈরি হতে চলেছে কোচবিহারে (Coochbehar)। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা হচ্ছে এই হাবটি। গত ডিসেম্বর মাসে রাজ্য সরকারের কাছে এই হাবের জন্য জমি চেয়ে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। কিন্তু অভিযোগ, রাজ্য সরকারের কাছে কোনও সহযোগিতা পাওয়া যায়নি। পাল্টা জবাব দিয়েছে শাসকদলও।


এরপরই নিউ কোচবিহার রেল স্টেশনের কাছে রেলের জমিতে স্পোর্টস হাবটি গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২১ তারিখে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের শিলান্যাস হওয়ার কথা। ইতিমধ্যেই কোচবিহার শহরজুড়ে লাগানো হয়েছে নিশীথ প্রামাণিকের ছবি দিয়ে পোস্টার।বিজেপির বক্তব্য, রাজ্য সরকার উন্নয়ন চায় না। তাই জমি দেয়নি।


আরও পড়ুন ; ইউরোপিয়ান কায়দার গ্যালারি, প্রায় ৬৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত 'মাটির' স্টেডিয়াম-এর উদ্বোধন আলিপুরদুয়ারে


যদি তৃণমূলের পাল্টা দাবি, যে জমিতে স্পোর্টস হাব তৈরি হবে, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সেখানে সিগনালিং ফ্যাক্টরি তৈরির কথা ঘোষণা করেছিলেন। সেই কাজ না করে একই জমিতে অন্য প্রোজেক্ট কেন ? এনিয়ে আগামী ১৯ তারিখ নিউ কোচবিহার স্টেশনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। সব মিলিয়ে স্পোর্টস হাবকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন শুরু কোচবিহারে।


এদিকে দিনকয়েক আগেই প্রায় ৬৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত 'মাটির' স্টেডিয়াম-এর (Earthen Stadium) উদ্বোধন হয় আলিপুরদুয়ার-২ নম্বর ব্লকে (Alipurduar no 2 Block)। জেলায় আরও দুটি স্টেডিয়াম উদ্ভোদনের অপেক্ষায় রয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। 


স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলশাসক সুরেন্দ্র কুমার মিনা, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার এবং এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। ফিতে কেটে, নারকেল ফাটিয়ে এবং ফুটবলে শট মেরে এর শুভ উদ্বোধন করেন তাঁরা। তারপর চার দলীয় একটি ফুটবল প্রদর্শনী ম্যাচ উপভোগ করেন উপস্থিত সকলে।