শুভেন্দু ভট্টাচার্য ও সনৎ ঝা, কোচবিহার: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে বিরোধীদের চোর ধরো, জেল ভরো স্লোগানকে হাতিয়ার করে কোচবিহারে পথে নামল তৃণমূল (TMC)। সোনার দোকানে চুরির ঘটনায় বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik) গ্রেফতারির দাবিতে পড়ল ফ্লেক্স। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সাংসদের আসল রূপ জানুক মানুষ, পাল্টা খোঁচা তৃণমূলের (TMC)।
কোচবিহারের তুফানগঞ্জে পথে নামল তৃণমূল: একদিকে, গ্রেফতারির দাবিতে স্লোগান, আর একদিকে, ফ্লেক্সে নিশীথ প্রামাণিককে ‘লজ্জা’ বলে উল্লেখ। অমিত শাহর ডেপুটির গ্রেফতারির দাবিতে এভাবেই কোচবিহারের তুফানগঞ্জে পথে নামল তৃণমূল। সম্প্রতি, একটি সোনার দোকানে চুরির মামলায় কোচবিহারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুরদুয়ার আদালত। এই প্রেক্ষাপটে, বিরোধীদের ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগানকে হাতিয়ার করেই তুফানগঞ্জে মিছিল করল তৃণমূল।
কোচবিহারের বিজেপি সাংসদকে গ্রেফতারের দাবিতে তাঁর ছবি-সহ লাগানো হল ফ্লেক্স। বাদ গেল না কোচবিহারের রাসমেলা ময়দানও। সেখানেও লাগানো হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে গ্রেফতারের দাবিতে ফ্লেক্স।
কোচবিহারের তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিকের কথায়, চুরির দায়ে সাংসদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি লজ্জার। উনি সারেন্ডার না করে পালিয়ে বেড়াচ্ছে। সাংসদ কেমন, চিনুক মানুষ। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ নিশীথ প্রামাণিকের।
বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলছেন, প্রত্যেক রাজনৈতিক নেতার নামেই মিথ্যা মামলা থাকে। আমার নামেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আদালতকে শ্রদ্ধা করি। আদালতেই বিষয়টি পরিষ্কার হবে।
বছর ঘুরলেই বাংলার গ্রামবাংলার ভোটযুদ্ধ! গত লোকসভা নির্বাচন থেকে বিধানসভা ভোট, কোচবিহারে শাসকদলকে টেক্কা দিয়েছে বিজেপি। এবার নিশীথ প্রামাণিকের গ্রেফতারি পরোয়ানাকে হাতিয়ার করেই জেলায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে রাজ্যের শাসক দল।
এর আগেও নিশীথ প্রামাণিকের বিরোধিতায় পথে নেমেছে তৃণমূল। কিছুদিন আগে আলিপুরদুয়ারে (Alipurduar Court) সোনার দোকানে চুরির মামলায় বিজেপি (BJP) সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ার আদালত (Alipurduar Court) । তাকে হাতিয়ার করে কোচবিহার জেলাজুড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গ্রেফতারির দাবিতে পথে নামছে তৃণমূল (TMC)। গতকাল থেকে শুরু হয়েছে নিশীথের বাড়ির এলাকা ভেটাগুড়ি থেকেই প্রচার কর্মসূচি।
জেলা তৃণমূলের তরফে জানানো হয়েছে, ব্লকে ব্লকে চলবে এই কর্মসূচি। যদিও বিজেপির দাবি, এতে কোনও লাভ হবে না। এদিকে, নিশীথের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার যে নিদান দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha), তা তিনি প্রত্যাহার করেছেন। ওই মন্তব্য গতকাল ভেটাগুড়ির সভা থেকে প্রত্যাহার করেন উদয়ন।