শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা : নিশীথ প্রামাণিককে (Nishith Pramanik) চুল-দাড়ি উপড়ে নেওয়ার হুমকির পাল্টা হুমকির অভিযোগ। দিনহাটা (Dinhata) শহর বিজেপি (BJP) মণ্ডল সভাপতি আজয় রায়ের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের। ওই সময় ঘটনাস্থলে বিজেপি কর্মীরা চলে আসায় মুখোমুখি হয় দু’পক্ষ। এই পরিস্থিতিতে উত্তেজনা ছড়ায় এলাকায়। তা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
আগামী বছর ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা। আর তার আগে দিনক্ষণ স্থির না হলেও চড়ছে হুমকি-হুঁশিয়ারির পারদ । ২০২১-এর বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্রে উদয়ন গুহকে হারিয়েছিলেন নিশীথ প্রামাণিক। নিশীথ বিধায়ক পদ ছেড়ে দেওয়ায় উপ নির্বাচনে ওই কেন্দ্রে রেকর্ড ভোটে জেতেন উদয়ন।
এবার পঞ্চায়েত ভোটের আগে পুরনো প্রতিদ্বন্দ্বীকেই নিশানা করে কার্যত বিরোধীদের হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তিনি বলেন, "আগামী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে এলাকায় তৈরি হোন এবং পঞ্চায়েত নির্বাচনকে জেতার মধ্যে দিয়ে ’২৪ সালের যে লোকসভা নির্বাচন...গত যে নির্বাচনে আমরা হেরে গেলাম ’১৯ সালে, ওই যে নিশীথ প্রামাণিক যাইয়া জিতিয়া আর এলাকায় ঢোকে নাই, সেই নিশীথ প্রামাণিকের একেবারে দাড়ি-গোঁফশুদ্ধ উপড়ে ফেলতে হবে। আপনারা সেভাবেই মানুষকে এলাকায় এলাকায় তৈরি করবেন।"
তাঁর সংযোজন, "যদি কেউ অশান্তি করতে আসে, তাহলে আমাকে ফোন করে জানাবেন। সে যাতে পঞ্চায়েত নির্বাচনের আগে জেল থেকে বেরোতে না পারে, তার বন্দোবস্ত করব।"
এই মন্তব্যের প্রেক্ষিতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর বিরুদ্ধে শিলিগুড়ি থানায় FIR দায়ের করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই ইস্যুতে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছিলেন, 'বিষয়টা হচ্ছে, উনি (উদয়ন গুহ) আগে অন্য রাজনৈতিক দল করতেন। সেখানে তিনি সাফল্য পেয়েছিলেন। নির্বাচনে জয়ীও হয়েছিলেন। তারপরই তৃণমূলের লোকজন বলল, ওর মাথা কামিয়ে দেবে। কোমরে দড়ি দিয়ে রাস্তায় ঘোরাবে। মামলার ভয়ে উনি আত্মসমর্পণ করলেন। সেই থেকে তিনি তৃণমূলের চলার পথের ভাষা ব্যবহার করছেন। কয়েকটা মাস অপেক্ষা করুন। ওদের দাড়ি গোঁফ কামিয়ে ছদ্মবেশে অন্য জায়গায় ঘুরতে হবে। আর নাহলে দেখবেন দিল্লির রাস্তায় রাস্তায় ঘুরছে। এই তো তৃণমূলের অবস্থা।'
আরও পড়ুন ; নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ফরমান উদয়ন গুহর, পাল্টা কটাক্ষ শমীকের