কলকাতা: আইএসএলে (ISL 2022-23) ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নিজেদের জয়ের ধারা অব্য়াহত রাখল এটিকে মোহনবাগান (ATK MB vs EB)। শনিবার প্রথমবার সমর্থকদের সামনে কলকাতায় মুখোমুখি হয়েছিল লাল হলুদ ও সবুজ মেরুন। বিগত চার ম্যাচের মতো এবারও ইস্টবেঙ্গলকে হারাল এটিকে মোহনবাগান। খেলার স্কোর, এটিকে মোহনবাগানের পক্ষে ২-০। সবুজ মেরুনের হয়ে হুগো বুমোস ও মনবীর সিংহ গোল দুইটি করেন।
সমর্থকদের জয় উৎসর্গ
শনিবার গ্যালারিভর্তি দর্শকের সামনে আইএসএলে প্রথম কলকাতা ডার্বি যে খেলোয়াড়দের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা প্রথম গোলের পর বুমোসের ছুটে গিয়ে সমর্থকদের সঙ্গে সেলিব্রেশনই বুঝিয়ে দেন। বড় ম্যাচে দুর্দান্ত জয় নিঃসন্দেহে ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয়টা সমর্থকদেরই উৎসর্গ করলেন সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। ম্যাচ শেষে তিনি বলেন, 'আমরা সবাই পেশাদার। আমরা এই জয়ে নিঃসন্দেহে খুবই খুশি। তবে এই নিয়ে বেশি চিন্তাভাবনা করার মানে হয় না। আজকের জয়টা সমর্থকদের জন্য ছিল। আমাদের লক্ষ্য পরের ম্যাচের জন্য প্রস্তুত হওয়া। তিন ম্যাচ আগে টুর্নামেন্টের শুরুতে আমরা সবথেকে খারাপ দল ছিলাম না, আর এই জয়ের পর সবথেকে ভাল দলও হয়ে যায়নি। তাই আমাদের আরও উন্নতি করে যেতে হবে। রবিবার থেকে আমরা মুম্বই সিটির বিরুদ্ধে ম্যাচের জন্য নিজেদের প্রস্তুতি শুরু করে দেব।'
ক্লিন শিটের গুরুত্ব নেই
দলের জয় সত্ত্বেও ফেরান্দোর মতে এটিকে মোহনবাগান খেলোয়াড়দের বিশেষ করে মানসিকভাবে এখনও অনেকটা উন্নতি করতে হবে। তবে দল তাঁর পছন্জমতো খেলার ধরনের সঙ্গে আস্তে আস্তে মানিয়ে নিচ্ছে বলেও মেনে নিয়েছেন সবুজ-মেরুন কোচ। ম্যাচের আগে ইস্টবেঙ্গল কোচ ক্লেটনের হ্যাটট্রিক করার কথা বলেছিলেন। তবে ম্য়াচে হ্যাটট্রিক তো দূর, ইস্টবেঙ্গল ফরোয়ার্ডদের একবারও নিজেদের রক্ষণই ভাঙতে দেয়নি সবুজ মেরুন। ক্লিন শিট রাখলেও অবশ্য ফেরান্দোর সেই বিষয়ে খুব একটা মাথাব্যথা নেই। 'ক্লিন শিটের আলাদা কোনও গুরুত্ব নেই। আমার কাছে তিন পয়েন্টটাই আসল। মরসুম শেষে দলের কয়টা ক্লিনশিট আছে, তা দেখা হয় না। দেখা হয় কত পয়েন্ট আছে। তাই আমাদের কাছে তিন পয়েন্টের গুরুত্বটাই সবার আগে।' দাবি ফেরান্দোর।
আরও পড়ুন: ডার্বি দেখতে এসে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু সমর্থকের