শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আবাস যোজনার তালিকায় নাম উঠেছে মাথাভাঙায় তৃণমূলের অঞ্চল সভাপতির। সেই কারণেই তাঁর পদত্যাগ দাবি করে, পথে নামলেন দলের কর্মীদেরই একাংশ। তুফানগঞ্জে আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে এক অভিযোগে, জাতীয় সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা। কোথাও পঞ্চায়েত সদস্যদের গণ ইস্তফা। কোথাও দলের অন্দরে প্রবল ক্ষোভ-বিক্ষোভ। আবাস যোজনায় ক্রমেই দলের অন্দরে অস্বস্তি বাড়ছে তৃণমূলের। মুর্শিদাবাদের ভরতপুরে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে, শনিবার গণ-ইস্তফা দেন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান-সহ ১৭ জন তৃণমূল সদস্য।
রবিবার কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের বিরুদ্ধেই পথে নামল তৃণমূল। গরিব মানুষের নাম বাদ দিয়ে, অঞ্চল সভাপতির নাম অন্তর্ভুক্ত করা হল কেন তা নিয়ে অঞ্চল সভাপতির জবাব চেয়ে পথে নামলেন দলীয় কর্মীদের একাংশ। কোচবিহারে মাঝেমধ্যেই তৃণমূলের অন্দরের ফাটলের ছবি বেরিয়ে এসেছে। এবার আবাস যোজনায় দুর্নীতি নিয়ে অভিযোগ ঘিরে দ্বন্দ্বের ছবি। বিতর্কের সূত্রপাত আবাস যোজনার একটি তালিকা ঘিরে। সেই তালিকায় নাম আছে, মাথাভাঙার তৃণমূলের অঞ্চল সভাপতি রমেন দে-র। তৃণমূল নেতার নামের পাশেই রয়েছে তাঁর বাবার নাম। এই প্রেক্ষাপটেই তৃণমূলের অঞ্চল সভাপতির পদত্যাগের দাবি-তে এদিন বড় শৌলমারিতে পথে নামে তৃণমূলেরই একাংশ। নেতৃত্ব দেন তৃণমূলের বুথ সভাপতি।
মাথাভাঙার বড় শৌলমারির তৃণমূলের বুথ সভাপতি দ্বিজেন বর্মন বলেন, 'আমাদের হাতে হ্যারিকেন নিয়ে থাকতে হবে, আমরা কোনও সুবিধা পাব না। এই কারণেই অঞ্চল সভাপতি বাবার নাম, নিজের নাম রেখেছে। সাধারণ মানুষকে বঞ্চিত করে এসব ভোগ করছে। আমরা এই অঞ্চল সভাপতিকে মানছি না, কোনওভাবেই মানব না।'
প্রবল বিতর্কের মুখে তৃণমূলের অঞ্চল সভাপতির দাবি, আবাস যোজনা থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন জানাবেন। অভিযুক্ত অঞ্চল সভাপতি রমেন দে, 'আমি তো জানি না, আমার নাম আছে কি না, যদি থাকে কেটে দেব, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলি, বাবার নাম থাকলেও সোমবারই তা কেটে দেব।'
তুফানগঞ্জেও অভিযোগ:
মাথাভাঙার পাশাপাশি তুফানগঞ্জেও আবাস যোজনার তালিকায় তৃণমূল নেতাদের নাম থাকার অভিযোগ উঠেছে। যার জেরে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবরোধ করা হয় ১৭ নম্বর জাতীয় সড়ক। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য আবার এই ইস্যুতে বিডিও অফিসের কোর্টে বল ঠেলেছেন। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য়ের দাবি, ওই তালিকা প্রকাশ করেছে বিডিও অফিস।
এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। পদ্ম শিবিরের নেতা রাহুল সিনহা বলেন, 'আমরা তো প্রথম থেকেই বলছি আবাসে দুর্নীতি হয়েছে, শিক্ষক নিয়োগ থেকেও বড় দুর্নীতি।' তৃণমূলকে নিশানা করে তোপ দেগেছে সিপিএমও।
সব ঠিক থাকলে বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগে আবাস যোজনায় একের পর এক অভিযোগে বারবার বিদ্ধ তৃণমূল।
আরও পড়ুন: পিকনিক করতে গিয়ে মদ্যপান, মেয়েদের কটাক্ষ, থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ