শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: অর্ধেক দিন আর লাগবে না। মাত্র ঘণ্টাদুয়েক। তার মধ্যেই কোচবিহার (Coochbehar) থেকে সোজা পৌঁছনো যাবে কলকাতা (Kolkata)। সৌজন্যে বিমান পরিষেবা। কোচবিহারে বিমানবন্দরে (Coochbehar Airport) ফের চালু হতে চলেছে বিমান পরিষেবা। যদিও এই ঘটনাতেও শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন।


কতক্ষণের উড়ান:
মাত্র ২ ঘণ্টা। তাতেই কোচবিহার থেকে পৌঁছনো যাবে কলকাতা। 


কোচবিহার বিমানবন্দরে ফের চালু হচ্ছে উড়ান। শুক্রবার, এমনই সুখবর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। তিনি কোচবিহারেরই সাংসদ। আজ পরিদর্শন করলেন তিনি। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের মাধ্যমে ১৫ ফেব্রুয়ারি উদ্বোধনের পর থেকে প্রতিদিন চলবে এই বিমান। পরিষেবা দেবে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিয়া ওয়ান এয়ার। একটি বিমানে থাকবে ৯টি আসন। 


টিকিটের কত দাম?
প্রাথমিক ভাবে, বিমানে মাথাপিছু আসনের জন্য ন্যূনতম ভাড়া ঠিক করা হয়েছে ৯৯৯ টাকা।


ইন্ডিয়া ওয়ান এয়ারের সিইও অরুণকুমার সিংহ বলেন, 'আধুনিক নেভিগেশন সিস্টেম রয়েছে। পাওয়ারফুল ইঞ্জিন রয়েছে। আগে কী হয়েছে বলতে পারব না। এখন আমরা আশাবাদী, আমাদের শিডিউল অ্যাপ্রুভ হয়ে গিয়েছে।'


কোন পথে পৌঁছবে বিমান:
ওড়িশার ভুবনেশ্বর থেকে ঝাড়খন্ডের জামশেদপুর হয়ে পশ্চিমবঙ্গের কলকাতা পেরিয়ে কোচবিহারে পৌঁছবে এই বিমান। 


রাজনৈতিক তরজা:
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি সাংসদের পরিদর্শন ও এই পরিষেবা চালুর কৃতিত্ব কার তা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নিশীখ প্রামাণিক বলেন, 'কেন্দ্রীয় উড়ান প্রকল্পে হচ্ছে কম খরচে। ১৫ ফেব্রুয়ারি উদ্বোধন, আমরা ভর্তুকি দেব, কেন্দ্রের উদ্যোগে হচ্ছে এটি।' 


যদিও কোচবিহার পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের দাবি, 'মুখ্যমন্ত্রীর উদ্যোগে হচ্ছে। নিশীথ প্রামাণিক কোন হরিদাস পাল যে ওখানে গিয়েছে।'


১৯৯৫ সাল পর্যন্ত কোচবিহার বিমানবন্দর থেকে নিয়মিত বিমান চলাচল হত। পরে তা বন্ধ হয়ে যায়। এবার নতুন করে বিমান চলাচল শুরু হওয়ার খবরে খুশি কোচবিহারের মানুষ।


এই বিমান চালু হওয়া নিয়ে বারবার তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। রাজনৈতিকভাবে কোচবিহার দুই দলের কাছেই আগ্রহের বিষয়। রাজ্যে পালাবদলের পরে কোচবিহার তৃণমূলের শক্ত ঘাঁটি হয়ে দাঁড়িয়েছিল। বামেদের একাধিক দাপুটে নেতা তৃণমূলে যোগ দেন। যোগ দেন উদয়ন গুহও। তৃণমূলের অন্দরে একাধিক দ্বন্দ্বের ছবি সামনে এলেও নির্বাচনে একচেটিয়া ভাল ফল করেছিল তৃণমূল। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ছবিটা পাল্টা যায়। কোচবিহারে দুরন্ত জয় পায় বিজেপি। তৃণমূল থেকে যাওয়া নেতা নিশীথ প্রামাণিক পদ্মপ্রতীকে জেতেন। গত বিধানসভা ভোটেও কড়া টক্কর হয়েছে। আর সেখানেই বিমানবন্দর ও বিমান পরিষেবা বারবার তরজায় জড়িয়েছে দুই শিবির।

আরও পড়ুন: সৌমিত্র-র বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই তাঁর দাম্পত্যে ফাটল, বিচ্ছেদ মামলায় আদালতে দাবি সুজাতার