কোচবিহার: আলিপুরদুয়ারে (Alipurduar Court) সোনার দোকানে চুরির মামলায় বিজেপি (BJP) সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ার আদালত (Alipurduar Court) । তাকে হাতিয়ার করে কোচবিহার জেলাজুড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গ্রেফতারির দাবিতে পথে নামছে তৃণমূল (TMC)। গতকাল থেকে শুরু হয়েছে নিশীথের বাড়ির এলাকা ভেটাগুড়ি থেকেই প্রচার কর্মসূচি।

জেলা তৃণমূলের তরফে জানানো হয়েছে, ব্লকে ব্লকে চলবে এই কর্মসূচি। যদিও বিজেপির দাবি, এতে কোনও লাভ হবে না। এদিকে, নিশীথের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার যে নিদান দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha), তা তিনি প্রত্যাহার করেছেন। ওই মন্তব্য গতকাল ভেটাগুড়ির সভা থেকে প্রত্যাহার করেন উদয়ন।

বেলাগাম উদয়ন: ভোটের মুখে বারবার বেলাগাম হয়েছেন উদয়ন গুহ (Udayan Guha)। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে যখন সব রাজনৈতিক দলের নেতারাই কর্মীদের চাঙ্গা করতে ব্যস্ত, তখন উদয়নের মুখে বারবার বিরোধী পক্ষ ও নেতাদের হুমকি! কিছুদিন আগে তিনি বলেছিলেন, তৃণমূল (TMC) না চাইলে , বিজেপি (BJP) কোথাও প্রার্থী দিতেও পারবে না । এর আগে তিনি  কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গোঁফ-দাড়ি উপড়ে নেওয়ার হুমকি দেন । তা নিয়ে বিরোধী পক্ষের নেতারা কড়া সমালোচনা করেন। অবশেষে সেই মন্তব্য প্রত্যাহার করে নিলেন উদয়ন। কিন্তু নিশীথকে দিলেন নতুন হুঁশিয়ারি ।

কখনও দাঁত ফেলে দেওয়ার হুমকি, তো কখনও দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর এহেন মন্তব্যে বিতর্ক কম হয়নি। এই প্রেক্ষাপটেই শনিবার দিনহাটার তৃণমূল বিধায়কের মুখে শোনা গিয়েছিল নতুন হুঁশিয়ারি।  উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন, "আরেকবার হুঁশিয়ারি দিয়ে বলে যাই, আমাদের কাছে কিন্তু খবর আছে, আমরা খবর পাই, কারা কারা ভেটাগুড়ির দিতে যায়, কখন যায়। এই ধরনের খবর যদি পাওয়া যায়, ভেটাগুড়ি যাবেন ভাল কথা, কিন্তু ফেরার সময় যদি আপনার গাড়িটা রাস্তার সঙ্গে মিশে যায়, তাহলে কিন্তু আর কারও দোষ দিতে পারবেন না । এই কথাটা যেন মাথায় থাকে ।" 

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই ভোকাল টনিক দিচ্ছেন তৃণমূলের দাপুটে নেতারা। এর কী প্রভাব পড়বে পঞ্চায়েত ভোটে? উত্তর দেবে সময়ই।