বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : শ্রমিক অসন্তোষের জেরে ফের হলদিয়া বন্দরে (Haldia Port) বন্ধ পণ্য ওঠানো নামানোর কাজ। বাইরে থেকে শ্রমিক এনে কাজ করানোর অভিযোগ তুলছেন বন্দরের ঠিকা শ্রমিকরা। এনিয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।


এক সপ্তাহে দ্বিতীয়বার অচলাবস্থা - এক সপ্তাহের মধ্যে ফের অচলাবস্থা তৈরি হল হলদিয়া বন্দরে। শনিবার দুই ঠিকাদারি সংস্থার গণ্ডগোলের জেরে ১৩ নম্বর বার্থে বন্ধ হয়ে যায় পণ্য খালাসের কাজ। দিন দুই পরে সমস্যা মিটলেও বুধবার থেকে ফের ৯ নম্বর বার্থে বন্ধ পণ্য ওঠানো নামানো। হলদিয়া বন্দর সূত্রে খবর, ৯ নম্বর বার্থে পণ্য খালাসের দায়িত্ব পেয়েছে ফাইভস্টার লজিস্টিক কোম্পানি নামে একটি সংস্থা। অভিযোগ তারা বন্দরের বাইরে থেকে শ্রমিক এনে কাজ করাতে গেলে গণ্ডগোল বাধে।


ঠিক কী দাবি - রিপ্লে নামক ঠিকাদার সংস্থার অধীনে কর্মরত, বন্দরের ঠিকা শ্রমিকদের দাবি, বন্দরের ভিতরের শ্রমিকদের দিয়েই কাজ করাতে হবে। ফাইভস্টার লজিস্টিক কোম্পানির কর্ণধার শেখ আসরফ আলি বলেছেন, হলদিয়া বন্দরের নিয়ম মেনে বরাত পেয়েছি, রিপ্লে আমাদের কাজ করতে বাধা দিচ্ছে। অন্যদিকে যে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ, তার কর্ণধারের দাবি, এই অভিযোগ সঠিক নয়। যে সব শ্রমিক আগে থেকে কাজ করছিলেন, তাঁরা তাঁদের কাজের দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। 


রাজনৈতিক চাপানউতোর - হলদিয়া বন্দরে অচলাবস্থা নিয়ে বিজেপি-তৃণমূলের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, 'ভাইপোর নির্দেশে এসব হচ্ছে। মাল কামানো কমে যাচ্ছে'। পাল্টা তৃণমূল কংগ্রেসের নিশানায় বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেছেন, 'ওই তো সবচেয়ে বড় তোলাবাজ, অভিষেকের নির্দেশে ঠিকাদারি বন্ধ হয়েছে বলে গায়ে জ্বালা ধরেছে, তাই বলে এসব বলছে'। 


অন্যদিকে, বন্দর তৈরির সময় যাঁদের জমি অধিগ্রহণ করা হয়েছিল, সেইসব উদ্বাস্তু ক্ষতিগ্রস্তদের কাজের দাবিতে বৃহস্পতিবার বিকেলে হলদিয়া বন্দরের মূল প্রশাসনিক ভবন জহর টাওয়ারে বিক্ষোভ দেখান হলদিয়া বাঁচাও কমিটির সদস্যরা। 


আরও পড়ুন- বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ SSC’র চাকরিপ্রার্থীদের একাংশের