শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা : পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) দাঁড়িয়ে থেকে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হবে। ঘোষণা করলেন তৃণমূল নেতা উদয়ন গুহ (Udayan Guha)। যা শুনে বিজেপি কটাক্ষ করে বলেছে, সবটাই শাসক দলের নেতার নাটক।


বিরোধীদের উদ্দেশে তাঁর হুমকি-হুঁশিয়ারির জুড়ি মেলা ভার। তাঁর পুরসভায় (Municipality) এবার সবকটা ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী (Un-contested Win) হয়েছে তৃণমূল। বিরোধীদের কোনও প্রার্থী ছিল না। বিধানসভা উপ নির্বাচনেও রেকর্ড মার্জিনে জয়ী হয়েছেন তিনি। বিরোধীরা কার্যত তাঁর ঝড়ে উড়ে গেছে। তা নিয়ে বিরোধীদের যথেষ্ট আক্রমণের মুখেও পড়তে হয়েছে তাঁকে। অভিযোগ উঠেছে ভোটের নামে প্রহসনের।


আরও পড়ুন ; জন্মদিনে উদয়ন গুহকে রুপোর মুকুট উপহার, বিতর্কে দিনহাটা পুরসভার চেয়ারম্যান


এই পরিস্থিতিতে সামনের বছর পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের উদ্দেশে কার্যত অভয়বাণী শোনালেন কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (Dinhata TMC MLA Udayan Guha)। রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি উদয়ন গুহ বললেন, দিনহাটার যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ভোট হবে। বিরোধী প্রার্থীরা প্রত্যেকে মনোনয়নপত্র দাখিল করবেন। আমরা দাঁড়িয়ে থেকে মনোনয়ন জমা দেওয়ার বন্দোবস্ত করিয়ে দেব।


পাল্টা বিরোধীরা বলছে, ভোটে মনোননয়ন দাখিল করতে পারাটা প্রত্যেক প্রার্থীর গণতান্ত্রিক অধিকার। তাই শাসক দলের বিধায়কের মর্জির ওপর সেটা নির্ভর করতে পারে না। আর তেমনটা হলে এটাই স্পষ্ট হয়ে যায় যে পরিস্থিতি ভাল নয়। পাশাপাশি উদয়ন গুহ শুধু লোক দেখাতে এ ধরনের মন্তব্য করছেন বলেও দাবি তাদের। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, ভাল সাজতে এসব বলছেন, আদতে কিছু হবে না।


একসময় ‘দুয়ারে প্রহারে’র দাওয়াই দেওয়া তৃণমূল নেতা উদয়ন গুহর এলাকায় পঞ্চায়েত ভোটে পরিস্থিতি কী দাঁড়ায়, তার উত্তর আগামী বছরই মিলবে।