শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: জন্মদিনে তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে উপহার দিয়ে বিতর্কে দিনহাটা পুরসভার নতুন চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী। গতকাল ছিল হোলি উৎসব। একইসঙ্গে ওই দিনটি ছিল দিনহাটার বিধায়ক উদয়ন গুহের জন্মদিনও। আর তাঁর জন্মদিনে উদয়ন গুহকে উপহার দিয়েই বিতর্কে জড়ালেন দিনহাটা পুরসভার নতুন চেয়ারম্যান। কিন্তু কেন? 


সূত্রের খবর, দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে তাঁর জন্মদিনে একটি রুপোর মুকুট উপহার দিয়েছেন সেখানকার পুরসভার নবনিযুক্ত চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী। আর এতেই বিরোধীদের তোপের মুখে পড়েছেন চেয়ারম্যান। বিজেপি এই নিয়ে কটাক্ষও করেছে। 


এর আগে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এর মাথায় সোনার মুকুট পড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এই জেলায়। এবার সে তালিকায় উদয়ন গুহের নাম। যদিও উদয়ন গুহর দাবি, ''এটা খুবই সাধারণ বিষয়। কেউ যদি ভালোবেসে কোনও উপহার দেয় আমাকে, তবে তাঁকে আঘাত দেওয়ার অধিকার আমার নেই।''


এর আগে, কয়েক বছর আগে, কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকেও বহুমূল্য মুকুট ও হার উপহার দিলেন শাসক দলের স্থানীয় নেতা-কর্মীরা। 


রবীন্দ্রনাথবাবু অবশ্য দাবি করেছিলেন সেবার যে ওই মুকুট সোনার জল দিয়ে তৈরি হয়েছে। তিনি বলেন, “ওটাকে মুকুট বলা চলে না। তা ছাড়া, পিতলের উপর সোনার জল দিয়ে তৈরি। সংবর্ধনায় অনেকে অনেক কিছু উপহার দেন। ডাউয়াগুড়ি আমার নিজের গ্রাম। সেখানকার ছেলেমেয়েরা ভালবেসে ওই উপহার দিয়েছেন আমাকে।” আয়োজকরা জানান, ওই মুকুট এবং মালা কিনতে সব মিলিয়ে প্রায় দু’লক্ষ টাকা খরচ হয়েছে। মুকুটের খরচ পড়েছে ৯২ হাজারর টাকার উপরে। মালার খরচ পড়েছে ৮২ হাজার টাকার উপরে।


তবে এবার ফের একবার সেই একই রকম ঘটনা কোচবিহার জেলায়। আর সেই জন্যই বিরোধীরা ফের একবার আঙুল তুলেছেন শাসক শিবিরের তৃণমূল বিধায়ক উদয়ন গুহের দিকে।