শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা : লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। তার আগে ‘একলা চলো’ কর্মসূচি শুরু করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক (Dinhata TMC MLA) উদয়ন গুহ। স্থানীয় নেতা কর্মীদের ছাড়া, নিরাপত্তারক্ষীকে নিয়ে পৌঁছে গেলেন বাড়ি বাড়ি। শুনলেন অভাব অভিযোগ।
বছর ঘুরলেই বঙ্গে পঞ্চায়েত নির্বাচন। তার আগে অল্পবিস্তর প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক-বিরোধী সব দলই। এই প্রেক্ষাপটে কোচবিহারের দিনহাটায় ‘একলা চলো’ কর্মসূচি শুরু করলেন স্থানীয় তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।
স্থানীয়দের সঙ্গে কী নিয়ে কথা ?
শনিবার থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। দলের স্থানীয় নেতা কর্মীদের না জানিয়ে, কেবলমাত্র নিরাপত্তারক্ষীকে নিয়ে বিভিন্ন এলাকায় আচমকাই চলে যাচ্ছেন উদয়ন গুহ। সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শুনছেন। এমনকী দলের স্থানীয় নেতাদের সম্পর্কেও খোঁজ নিচ্ছেন তৃণমূল বিধায়ক। স্থানীয় নেতারা টাকা পয়সা চান কি না, সে বিষয়েও জিজ্ঞেস করছেন। এই ছবি ধরা পড়েছে দিনহাটার দুর্গানগরে। মানুষের বাড়ি বাড়ি যাওয়ার পাশাপাশি পথচলতি মানুষের থেকেও খোঁজখবর নিতে দেখা গিয়েছে উদয়ন গুহকে।
কিন্তু স্থানীয় নেতা কর্মীদের না জানিয়ে, এরকম সারপ্রাইজ ভিসিট কেন? দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, অনেক সময় অভিযোগ আসে। তখন যদি স্থানীয় নেতাদের নিয়ে খোঁজ নিতে যাই, তখন সাধারণ মানুষ কিছু বলতে চাই না। তাই না জানিয়ে চলে যাচ্ছি। মানুষের সুযোগ সুবিধার কথা শুনছি। কারোর প্রতি কোনও অভিযোগ আছে কি না, শুনছি।
কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, উনি খবরের শিরোনামে থাকতে চান। তাই এধরনের কর্মকাণ্ড। স্থানীয় নেতাদের না জানিয়ে তিনি তাঁদের বিরুদ্ধে যে গোয়েন্দাগিরি করছেন, এতে হিতে বিপরীত হবে। সামনের পঞ্চায়েত নির্বাচনে দলের লোকরাই থাকবে না ওনার পাশে, এটা মিলিয়ে নেবেন।
দিনহাটার তৃণমূল বিধায়কের দাবি, তাঁর এধরনের কর্মসূচি আগামী দিনেও চলবে।