শুভেন্দু অধিকারী, কোচবিহার: সুস্থ হতে চেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোগীরা। কিন্তু ডায়ালিসিস করার সময়ই আচমকাই ওই ইউনিটে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা ইউনিট। যদিও বড়সড় দুর্ঘটনার হাত থেকে কোনওক্রমে রক্ষা পায় হাসপাতালটি। এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে
হাসপাতাল সূত্রে খবর, যখন এই আগুন লাগে সেই সময় ডায়ালাইসিস করছিল দুজন রোগী। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন যায়। যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অনুমান বাতানুকূল যন্ত্রে আগুন ধরে যাওয়ার কারণে এই ঘটনা। ধোঁয়ায় ভরে যায় সমগ্র ডায়ালিসিস ইউনিট।
অন্যদিকে, শিলিগুড়ির চম্পাসারি এলাকায় দেবিডাঙার একটি ফ্যাক্টরিতেও বিধ্বংসী আগুন লাগে । জানা যায়, স্থানীয়রা প্রথমে আগুন ও ধোঁয়া দেখতে পায়। এরপর তারা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগায়। খবর দেওয়া হয় দমকলকে। ঘটনার খবর পেয়ে ঘটনস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দুটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে বললে জানা যায়। আগুন লাগার কারণ কি তা এখনও স্পষ্ট বোঝা না গেলও স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হলেও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।
আরও পড়ুন, মুম্বইয়ে নৌসেনার ‘আইএনএস রণবীর’-এ বিস্ফোরণ, মৃত ৩ নৌসেনা
এদিকে, এদিন, কলকাতার মল্লিকবাজারে বন্ধ সিনেমা হলে আগুন লাগে। পার্ক শো হাউসে আগুন লাগে। পুরনো সিনেমা হলটি বহুদিনই বন্ধ ছিল। ঘটনাস্থলে যায় দমকলের ৫ টি ইঞ্জিন। চারিদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। ৪০ মিনিট ধরে আগুন নেভানোর চেষ্টা চালায় দমকল। বসার আসন, স্ক্রিন জ্বলে পুড়ে গিয়েছে। ব্যালকনিও ক্ষতিগ্রস্ত হয়ছে। বেসমেন্ট থেকে টর্চ ফেলে ফলে আগুন আর কোথায় কোথায় আছে দেখা হয়।