হংসরাজ সিংহ, সাঁতুড়ি (পুরুলিয়া ) : ভরপুর শীতেও যেন গ্রীষ্মের দশা! একটু পানীয় জলের জন্য হাহাকার (Water Crisis) উঠল চরমে। ঠিকমতো পরিষেবা না পাওয়ায় এবার আন্দোলনের পথে হাঁটলেন পুরুলিয়ার (Purulia) সাঁতুড়ি ব্লকের বালিতোড়া গ্রামের বাসিন্দারা। পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকাল থেকে নিতুড়িয়া-বাঁকুড়া রাজ্য সড়কের বিলতোড়া গ্রামের কাছে অবরোধ করলেন এলাকার মানুষজন। 


দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু অবরোধকারীদের শান্ত করতে পারেনি। এর পরে ঘটনাস্থলে আসেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকরা। তাঁদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষজন। পরে সাঁতুড়ি থানা থেকে পুলিশবাহিনী এসে এলাকার মানুষজনকে প্রতিশ্রুতি দিলে তুলে নেওয়া হয় অবরোধ।


আরও পড়ুন ; পুনর্নিমাণের কয়েকদিনের মধ্যেই বেহাল দশা রাস্তার, দুর্নীতির অভিযোগ


দুই শতাধিক মানুষের বসবাস সাঁতুড়ি ব্লকের বিলতোড়া গ্রামে। একসময় সেখানে রাস্তার ধারের পোস্ট থেকে গ্রামের মানুষজন নলবাহিত পানীয় জল সংগ্রহ করতেন। কয়েক মাস আগে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হয়। কিন্তু অভিযোগ, চার মাসের বেশি সময় ধরে বাড়ি-বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হলেও, একদিনের জন্যও সেখানে জল আসেনি। উপরন্তু, ছয়-সাতদিন ধরে রাস্তার ধারের পোস্ট থেকে যে জল সরবরাহ হত, সেটাও বন্ধ হয়ে গেছে। সামান্য জলের জন্য মানুষ নাকাল হচ্ছিলেন।


এনিয়ে স্থানীয় প্রশাসন সহ জনস্বাস্থ্য কারিগরি দফতরকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে এলাকার মানুষজন মঙ্গলবার সকাল থেকে অবরোধ শুরু করেন। দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ। পুলিশ এসে প্রথমে পরিস্থিতি সামাল দিতে পারেনি। জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে এলে উত্তেজনা চরমে ওঠে। তাঁদের ঘিরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। ৬ ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে জনস্বাস্থ্য কারিগরি আধিকারিক দ্রুত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়ার পর তুলে নেওয়া হয় অবরোধ।