শিবাাশিস মৌলিক, কলকাতা : ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত ও আহতর সংখ্যা। কলকাতা থেকে পাঠানো হচ্ছে চিকিৎসার সরঞ্জাম। সকালে হাওড়া স্টেশনের ২১ নম্বর প্লাটফর্ম থেকে রওনা হয় বিশেষ ট্রেন।
এই ট্রেনেই চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে দুর্ঘটনাস্থলে। মেদিনীপুর মেডিক্য়াল কলেজ হাসপাতাল থেকেও
৪০ জনের একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে বালেশ্বরে।
অন্যদিকে, বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-ভদ্রক শাখায় একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে,
- আপ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস
- আপ হাওড়া-কন্যাকুমারী এক্সপ্রেস
- আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস
- আপ শালিমার-পুরী এক্সপ্রেস
- আপ হাওড়া-এর্নাকুলাম অন্ত্যোদয় এক্সপ্রেস
- আপ হাওড়া-পুরী এক্সপ্রেস
- আপ হাওড়া-ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস
- আপ হাওড়া-তিরুপতি এক্সপ্রেস
- আপ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস
- আপ শিয়ালদা পুরী এক্সপ্রেস
বাতিল ডাউন ট্রেনের তালিকায় রয়েছে,
- ডাউন হায়দরাবাদ-শালিমার এক্সপ্রেস
- ডাউন সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস
- ডাউন ত্রিবান্দ্রম-শালিমার এক্সপ্রেস
- ডাউন চেন্নাই-শালিমার করমণ্ডল এক্সপ্রেস।
এছাড়াও, বেশ কয়েকটি ট্রেন টাটানগর দিয়ে ঘুরপথে চালানো হচ্ছে। শুক্রবার বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরে বাহানগা বাজার স্টেশনে সন্ধে পৌনে ৭টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ভদ্রকের দিকে যাচ্ছিল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। হাওড়াগামী যশোবন্তপুর হামসফর এক্সপ্রেসের অভিমুখ ছিল বালেশ্বরের দিকে।করমণ্ডলের বাঁ দিকের লাইনে ছিল একটি মালগাড়ি। সংঘর্ষে তালগোল পাকিয়ে যায় ৩টি ট্রেন। খেলনা গাড়ির মতো উল্টে যায় ট্রেনের একের পর এক কামরা।
আরও পড়ুন :
চোখ মেলে দেখি ১০-১৫ জন আমার উপর, এদিক ওদিক ছিটিয়ে কাটা হাত-পা
কীভাবে ঘটল এই ভয়ঙ্কর দুর্ঘটনা? - রেল সূত্রে খবর, বাহানগা বাজারের কাছে ৫টি ট্র্যাকে ছিল ৪টি ট্রেন। প্রথম লাইনটি খালি ছিল। দ্বিতীয় লাইনে ছিল একটি মালগাড়ি। তৃতীয় লাইনে চলছিল করমণ্ডল এক্সপ্রেস। চতুর্থ লাইনে ছুটছিল হাওড়া-যশোবন্তপুর হামসফর এক্সপ্রেস আর ৫ নম্বর ট্র্যাকে ছিল দ্বিতীয় মালগাড়িটি। রেল ও স্থানীয় সূত্রে খবর, প্রথমে দ্বিতীয় লাইনে থাকা মালগাড়ির সঙ্গে তৃতীয় লাইনে থাকা করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষ হয়। করমণ্ডলের ইঞ্জিন উঠে যায় মালগাড়ির ওপর। ট্রেনের পিছনের কামরাগুলি লাইনচ্যুত হয়ে চতুর্থ লাইনে আসা হামসফর এক্সপ্রেসে ধাক্কা মারে। তার ফলে হাওড়াগামী ওই ট্রেনের কয়েকটি কামরা লাইনচ্যুত হয়। করমণ্ডলের বাকি কামরাগুলি লাইনচ্যুত হয়ে গিয়ে পড়ে পঞ্চম ট্র্যাকে। তার জেরে লাইনচ্যুত হয় ওই ট্র্যাকে থাকা মালগাড়ির ২টি কামরা।