পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া:  গভীর ঘুমে ডুবে আছেন এক্সরে বিভাগের কর্মী। অনেক ডাকাডাকির পর শুয়ে শুয়েই নথি পরীক্ষা করলেন। করমণ্ডল দুর্ঘটনায় আহত যাত্রীকে নিয়ে গিয়ে বিপাকে আত্মীয়রা। ভাইরাল ভিডিও ঘিরে অস্বস্তিতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। ছবি দেখে শোকজ করা হল অভিযুক্তকে। অসুস্থ ছিলেন বলে সাফাই অভিযুক্ত কর্মীর।                                                                                                                                                           


করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহত যাত্রীর এক্সরে করাতে গিয়ে ঘুম ভাঙাতে হচ্ছে হাসপাতালের এক্সরে বিভাগের কর্মীর! প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে নথি পরীক্ষার ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে। আহত যাত্রীর আত্মীয়ের দাবি, এই ভিডিও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।   


শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরে ঘটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মৃত্যু হয় ২৭৫ জনের। আহত এক হাজারের বেশি। এক আহত ট্রেন যাত্রীকে নিয়ে শনিবার ভোরে এক্সরে করাতে যান তাঁর আত্মীয়রা। তাদের দাবি, তখন গভীর ঘুমে ডুবে ছিলেন এক্সরে বিভাগের কর্মী। অনেক ডাকাডাকি করার পর ঘুম ভাঙলেও উঠে বসেননি তিনি। শুয়ে শুয়েই হাত বাড়িয়ে কাগজ চান। ঘুমের ঘোরে কী দেখলেন বোঝা গেল না। শুয়ে শুয়েই দিলেন নির্দেশ।


ছবি দেখে অভিযুক্ত কর্মীকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্ত কর্মীর সাফাই, তিনি অসুস্থ ছিলেন, তাই শুয়ে ছিলেন। 



করমণ্ডলকাণ্ডে হতাহতদের একটা বড় অংশ এই রাজ্যের। আহতদের চিকিৎসা পরিষেবায় যাতে ত্রুটি না হয়, তার জন্য সতর্ক করা হয়েছে হাসপাতালগুলিকে। তার পরেও গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে কী করে ঘটল এমন ঘটনা? উঠছে প্রশ্ন। 


 


আরও পড়ুন, আধার কার্ড দেখে ভাইয়ের মুণ্ডহীন দেহ শনাক্ত দাদার! ছেলে কৃষ্ণর মৃত্যুতে জ্ঞান হারালেন মা যশোদা